ঋদ্ধিমান সাহাকে বিশেষ সংবর্ধনা দিল সিএবি। এক সময় বাংলার ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ত্রিপুরায় চলে গিয়েছিলেন ঋদ্ধি। কিন্তু জীবনের শেষ ম্যাচটি খেলেন বাংলার জার্সিতেই। তাঁকে রুপোর গ্লাভস দিয়ে সম্মান জানানো হল সিএবি-তে। ঋদ্ধি বলেছেন, ‘‘আমার জন্য এত আয়োজন হবে ভাবতে পারিনি। সিএবি-কে ধন্যবাদ এই দিনটি উপহার দেওয়ার জন্য।’
ঋদ্ধির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটারেরা। সৌরভ গঙ্গোপাধ্যায়ও এসেছিলেন। তিনি বলেন, ‘‘ভারতের সেরা উইকেটকিপার ঋদ্ধিমান। ধোনির ছত্রছায়ায় থেকে ৪০টি টেস্ট খেলা সহজ নয়। অবশ্যই চাইব জীবনের পরবর্তী ইনিংসটা ভাল কাটুক। অবসর জীবনের জন্য ওকে শুভেচ্ছা।’’ আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ি থেকে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে ঋদ্ধিকে। চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, গুজরাত টাইটানস থেকে ঋদ্ধিকে আগামী জীবনের শুভেচ্ছা জানানো হয়েছে।
এ দিকে আগামী মরসুম থেকে ঘরোয়া ক্লাব ক্রিকেটে ভিন রাজ্যের খেলোয়াড় রুখতে নয়া নিয়ম চালু করতে চলেছে সিএবি। রবিবার বিশেষ সাধারণ সভার বৈঠক ডেকে বিষয়টা নিয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করেন বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার (সিএবি) আধিকারিকরা। সদস্যরা এই নতুন নিয়ম চালুর বিষয়ে সম্মতি দিয়েছেন।
বৈঠক শেষে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এ বার থেকে রেজিস্ট্রেশনের সময় ক্রিকেটারদের আধার কার্ডের পাশাপাশি বাধ্যতামূলকভাবে তিন বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ভোটার কার্ড জমা দিতে হবে। ১৮ বছরের কম বয়সি ক্রিকেটারদের ভোটার কার্ডের জায়গায় স্কুল সার্টিফিকেট ও জন্মের ডিজিটাল সার্টিফিকেট জমা দিতে হবে। কোনও ক্রিকেটার স্কুলে পড়াশোনা না করলে বোর্ডের (বিসিসিআই) নিয়ম মতো কোর্টের এফিডেভিট জমা দিতে হবে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)