মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্বের জন্য আবেদন জমা দিতে বলল বোর্ড। —ফাইল চিত্র
ছেলেদের আইপিএল শুরু হতে পারে ১ এপ্রিল থেকে। তার আগেই হতে পারে মেয়েদের আইপিএল। ৩ মার্চ থেকে শুরু হতে পারে সেই প্রতিযোগিতা। ২৬ মার্চ হতে পারে ফাইনাল। এখনও বোর্ডের তরফে কোনও তারিখ জানানো হয়নি।
ভারতেই হবে এ বারের আইপিএল। ছেলেদের আইপিএল খেলা হবে ঘরের ম্যাচ এবং বাইরের ম্যাচ হিসাবে। করোনার জন্য যা এত দিন সম্ভব হয়নি। মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে আইপিএল। তার পরেই ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের টেস্ট রয়েছে। সেটার আগে আইপিএল শেষ করতে চাইবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৬ জুন থেকে শুরু হবে অ্যাশেজ। তার আগে রয়েছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই সব প্রতিযোগিতার কথা মাথায় রেখে মে মাসের মধ্যেই আইপিএল শেষ করতে চাইছে বোর্ড।
মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্বের জন্য আবেদন জমা দিতে বলল বোর্ড। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত স্বত্ব কেনা যাবে। এই ডিসেম্বরের মধ্যেই প্রক্রিয়া শেষ করতে হবে। ছেলেদের আইপিএলের মতো নিলাম করে স্বত্ব দেওয়ার পথে গেল না বোর্ড। আগে যে ভাবে বন্ধ খামে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা ছিল। তেমনটাই করা হচ্ছে মেয়েদের আইপিএলের জন্য।
মেয়েদের আইপিএলে ৫টি দল খেলতে পারে। মোট ২২টি ম্যাচ হওয়ার সম্ভাবনা। প্রতিটি দলে ১৮ জন ক্রিকেটার থাকবে। ৬ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে দলে। প্রথম একাদশে খেলতে পারবে ৫ জন বিদেশি। মেয়েদের আইপিএলের ম্যাচগুলি হবে আমদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা এবং মুম্বই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy