রাওয়ালপিণ্ডি টেস্টে উইকেটই পড়ছিল না। ব্যাটারদের জন্য সহজ পিচ ছিল। সেই পিচ নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ় রাজা নিজেও মেনে নেন যে, পিচটি টেস্ট খেলার যোগ্য ছিল না। মুলতানে দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই দুই দল মিলিয়ে ১২টি উইকেট পড়ল।
ইংল্যান্ড ২৮১ রানে অল আউট। ৭টি উইকেট নেন আবরার আহমেদ। অভিষেক ম্যাচে বল করতে নেমে প্রথম ইনিংসেই ৭ উইকেট পেলেন তরুণ লেগ স্পিনার। তাঁর ঘূর্ণির হদিস পেলেন না জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস এবং উইল জ্যাকস। বাকি ৩টি উইকেট নেন জাহিদ মহম্মদ। ইংল্যান্ডের হয়ে ৬৩ রান করেন ডাকেট। ৬০ রান করেন পোপ। বাকিদের মধ্যে কেউই সে ভাবে রান করতে পারেননি। অধিনায়ক বেন স্টোকস ৩০ রান করেন। রুট করেন মাত্র ৮ রান। মার্ক উড অপরাজিত ৩৬ রানে।
আরও পড়ুন:
ব্যাট করতে নেমে পাকিস্তান দু’টি উইকেট হারিয়েছে। জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ইমাম উল হক। অন্য ওপেনার আবদুল্লাহ শাফিকের উইকেট নেন জ্যাক লিচ। ক্রিজে রয়েছেন অধিনায়ক বাবর আজ়ম এবং সাউদ শাকিল। পাক অধিনায়ক ৬১ রানে অপরাজিত। শাকিল ৩২ রানে অপরাজিত। মার্ক রুড, জো রুট এবং উইল জ্যাকস বল করলেও উইকেট পাননি। পাকিস্তান এখনও ১৭৪ রানে পিছিয়ে। ইংল্যান্ডকে অল্প রানের মধ্যে আটকে রেখে প্রথম সুবিধাটা নিতে পেরেছে পাকিস্তান। ঘূর্ণি পিচে তাদের দুই স্পিনারকে সামলাতে বেশ বেগ পেতে হয়েছে ইংল্যান্ডকে।