ফাইনালে নামার আগে অন্য চিন্তা পন্থদের ফাইল চিত্র
বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের ফাইনাল খেলতে নামার আগে অন্য চিন্তায় ভারতীয় শিবির। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দিনভর বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণের এই শহরে। তার জেরে ব্যাঘাত ঘটতে পারে ম্যাচে।
বেঙ্গালুরুতে গত কয়েক দিন ধরে সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে। তার জেরে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বই ও উত্তরপ্রদেশের মধ্যে খেলা দ্বিতীয় দিন শুরু হতে দেরি হয়েছে। বাংলা ও মধ্যপ্রদেশের মধ্যে খেলাও পঞ্চম দিন কিছুটা দেরিতে শুরু হয়েছে। বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারে রবিবারের ম্যাচেও। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দিনের বেলা বৃষ্টি হচ্ছে। সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে প্রবল বেগে হাওয়া বইতে পারে।
কর্নাটক ক্রিকেট সংস্থা জানিয়েছে, সব রকমের পরিস্থিতির জন্য তারা তৈরি। চিন্নাস্বামী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা যথেষ্ট উন্নত। বৃষ্টি থামলে ৩০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে পারবেন বলে আশাবাদী ক্রিকেট সংস্থার আধিকারিকরা। তবে সারা দিন ধরে বৃষ্টি হলে মাঠ ঢাকা থাকবে। তার ফলে পিচের চরিত্র কিছুটা বদলে যেতে পারে বলেই মনে করছেন তাঁরা।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy