আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মর্গ্যান। —ফাইল চিত্র
আয়ারল্যান্ডে ফিরবেন অইন মর্গ্যান? মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক। অবসর নেওয়ার দিনেই তাঁর আয়ারল্যান্ডে ফিরে যাওয়ার জল্পনা উস্কে দিলেন ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স।
মর্গ্যানের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আয়ারল্যান্ডের জার্সিতেই। হাল্কা সবুজ জার্সি পরে প্রায় তিন বছর খেলেছেন তিনি। এর পরেই ইংল্যান্ডে চলে আসেন মর্গ্যান। সেই দেশের হয়ে খেলতে শুরু করেন। ২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইংল্যান্ড। সেই বিপর্যয়ের পর নেতৃত্ব তুলে দেওয়া হয় মর্গ্যানের হাতে। ২০১৯ সালে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডকে বদলে দেওয়ার পিছনে মর্গ্যানের অবদান রয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। সেই মর্গ্যান এ বার নিজের দেশে ফিরবেন?
ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ শেষে এমনটাই ইঙ্গিত দিলেন উইলকিন্স। ক্রিকেটের ধারাভাষ্য দিতে তিনি রয়েছেন আয়ারল্যান্ডে। মঙ্গলবার খেলা শেষে মাঠ থেকে উইলকিন্স বলেন, “আমি শুনছি মর্গ্যানকে আয়ারল্যান্ডে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ওকে মেন্টর হিসাবে দেখা যেতেই পারে। খেলা ছাড়ার পর ব্রেন্ডন ম্যাকালাম যেমন ইংল্যান্ডের কোচ হয়েছে, মর্গ্যান তেমন আয়ারল্যান্ডের কোচ হতে পারে।”
ভারতের ২২৫ রান তাড়া করতে নেমে মাত্র চার রানে ম্যাচ হারে আয়ারল্যান্ড। ভারতীয় বোলারদের উপর ছড়ি ঘোরাচ্ছিলেন পল স্টার্লিংরা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। উমরান মালিক শেষ ওভারে বল করতে এসে ১২ রান দেন। ম্যাচ জিতে নেয় ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy