নিজের ইউটিউব চ্যানেলে বহু দিন ধরেই বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতা করেন রবিচন্দ্রন অশ্বিন। তবে সম্প্রতি একটি ভিডিয়োয় সেখানে মহেন্দ্র সিংহ ধোনির প্রসঙ্গ উঠতেই এক বিশেষজ্ঞকে থামিয়ে দিলেন তিনি। জানালেন, ধোনি বা চেন্নাইকে নিয়ে তাঁর ইউটিউব চ্যানেলে আলোচনা করা যাবে না।
অশ্বিনের ইউটিউব চ্যানেলে হাজির হয়ে এক বিশেষজ্ঞ বলছিলেন, “আমি খুব খুশি যে তুমি ম্যাচটা জিতেছ। অশ্বিন, তুমি অনেক বার দলকে নেতৃত্ব দিয়েছ। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তোমার নেতৃত্বেই দল ট্রফি জিতেছি। নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ। সেই নেতা যদি সঞ্জু (স্যামসন), শ্রেয়স আয়ার বা থালা ধোনির মতো কেউ হয়...।” এ টুকু বলার পরেই অশ্বিন তাঁকে থামিয়ে দেন। জানান, ধোনিকে নিয়ে তাঁর চ্যানেলে কথা না বলতে।
উল্লেখ্য, অশ্বিনের ইউটিউব চ্যানেলে বিশ্লেষণে অংশ নেন অনেকে। তেমনই এক বিশ্লেষক প্রসন্ন আগোরাম। ভারতীয় বংশোদ্ভূত প্রসন্ন থাকেন দক্ষিণ আফ্রিকায়। অশ্বিনের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল। সেই প্রসন্ন প্রশ্ন তুলেছিলেন, চেন্নাইয়ের দলে অশ্বিন ও রবীন্দ্র জাডেজা থাকার পরেও খেলানো হচ্ছে নুর আহমেদকে। আফগানিস্তানের স্পিনারের বদলে এক জন বিদেশি ব্যাটার খেলালে তারা ভাল করত বলে জানিয়েছিলেন প্রসন্ন।
এই বিশ্লেষণ ভাল ভাবে নেননি চেন্নাইয়ের সমর্থকেরা। বিশেষত যেখানে নুর চেন্নাইয়ের হয়ে সবচেয়ে ভাল খেলছেন, বেগনি টুপির তালিকায় উপরের দিকে রয়েছেন, সেখানে কী ভাবে তাঁকে বাইরে রাখা যায়? সমালোচনা করেছিলেন তাঁরা। বিতর্কের মুখে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নেমেছিল অশ্বিনের ইউটিউব চ্যানেল।
আরও পড়ুন:
একটি বিবৃতিতে তারা জানিয়েছিল, “আমাদের একটা বিশ্লেষণ নিয়ে বিতর্ক হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাকি মরসুমে চেন্নাইয়ের কোনও ম্যাচের বিশ্লেষণ এই চ্যানেলে হবে না। আমরা বাক্স্বাধীনতায় বিশ্বাসী। এখানে বিভিন্ন বিশ্লেষক এসে তাঁদের কথা বলেন। অতিথিরা তাঁদের মত জানান। সেটা অশ্বিনের মত নয়। তাও কেউ কোনও কথায় দুঃখ পেলে আমরা ক্ষমাপ্রার্থী। অবশ্য আইপিএলের বাকি সব ম্যাচের বিশ্লেষণ আমরা করব।”
বিতর্ক শুরু হওয়ার পর অশ্বিনের ইউটিউব চ্যানেল নিয়ে প্রশ্ন করা হয়েছিল চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংকে। জবাবে তিনি বলেছিলেন, “অশ্বিনের যে ইউটিউব চ্যানেল আছে, সেটা আমি জানতামই না। তাই আমি ওই চ্যানেল দেখি না। এই প্রশ্নের কোনও মানে নেই।”
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:১০
আইপিএলের বাকি ম্যাচের একটাও কি পেল ইডেন? কী জানাল ভারতীয় বোর্ড? -
২২:৩৬
কেকেআরের দু’টি ম্যাচ বাকি, কোথায়, কবে খেলবে কলকাতা? -
২২:৩০
১৭ মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল, বাকি সব ম্যাচের দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, ফাইনাল কবে? -
১০:১০
বোর্ডের নির্দেশের পরেই মাঠে নেমে পড়ল একটি দল, সকলের আগে আইপিএলের অনুশীলন শুরু কাদের? -
আইপিএলের মাঝে মাদক-বিতর্ক! কোকেন সেবনে নির্বাসিত পেসারকে নিয়ে বোর্ডের রাখঢাকে প্রশ্ন