Advertisement
E-Paper

মিনমিনে গলায় কোনও মতে প্রশংসা! ১৪ বছরের বৈভবকে কি এখন থেকেই ভয় পেতে শুরু করেছেন শুভমন

১৪ বছরের বৈভব সূর্যবংশীর কাছে হারতে হয়েছে শুভমন গিলের গুজরাত টাইটান্সকে। ম্যাচ শেষে বৈভবের প্রশংসা মিনমিনে গলায় করলেন শুভমন। কেন এমনটা করলেন তিনি?

cricket

(বাঁ দিকে) বৈভব সূর্যবংশী ও শুভমন গিল(ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৪
Share
Save

কিছু ক্ষণ আগেই তাঁর দল হেরেছে। পিঠের ব্যথায় দ্বিতীয় ইনিংসের বেশিরভাগটা ডাগ আউটে বসেই দেখতে হয়েছে শুভমন গিলকে। তিনি দেখেছেন কী ভাবে ১৪ বছরের বৈভব সূর্যবংশীর শতরান তাঁর দলকে হারিয়ে দিয়েছে। ম্যাচ শেষে তাঁকে প্রশ্ন করা হয় বৈভবের ইনিংস নিয়ে। সেখানেই চমক। মিনমিনে গলায় বৈভবের প্রশংসা করলেন তিনি। যেন বলতে হয় বলে বলেছেন। বিশেষ ইচ্ছা তাঁর ছিল না। শুভমনের এই প্রশংসার ধরন নিয়ে শুরু হয়েছে আলোচনা। যাঁকে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক ধরা হচ্ছে তিনি কেন এমনটা করলেন? তবে কি এখন থেকেই বৈভবকে ভয় পেতে শুরু করেছেন তিনি।

ম্যাচ শেষে ধারাভাষ্যকার শুভমনকে প্রশ্ন করেন, বৈভবের ইনিংস তাঁর কেমন লেগেছে? জবাবে গুজরাতের অধিনায়ক বলেন, “যে ভাবে বৈভব খেলেছে তা অসাধারণ। এই দিনটা ওর ছিল। ও সেটা ভাল ভাবে কাজে লাগিয়েছে।” তবে শুভমনের মুখে একটুও হাসিও ছিল না। গলাও খুব একটা দরাজ ছিল না। দেখে বোঝা যাচ্ছিল, খুব একটা খুশি মনে বৈভবের প্রশংসা করছেন না তিনি। বলতে হয় তাই বলছেন। ঠিক যত টুকু দরকার তত টুকু বলেছেন। একটা বাড়তি শব্দ খরচ করেননি।

শুধু প্রশংসা না করা নয়, খেলা শেষে যখন দু’দলের ক্রিকেটারেরা হাত মেলাচ্ছেন, তখনও একটি অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। ১০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ২৫ বছরের শুভমন কোনও মতে তাড়াতাড়ি বৈভবের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যান। কোথায় ১৪ বছরের ক্রিকেটারকে জড়িয়ে ধরবেন, তাঁকে আরও উৎসাহ দেবেন, সে সব কিছুই দেখা গেল না। অথচ দু’জনে তো একই দেশের ক্রিকেটার। শুভমন তো বৈভবের বড় দাদার মতো। তা হলে কেন এমনটা করলেন শুভমন?

অথচ বাকিদের থেকে বৈভবের জন্য প্রশংসার খামতি ছিল না। ধারাভাষ্যকার থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারেরা হতবাক হয়েছেন ১৪ বছরের ছেলের ব্যাটিং দেখে। মাত্র ৩৫ বলে শতরান করেছে বৈভব। টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ হিসাবে এই কীর্তি গড়েছে সে। আইপিএলে নিজের তৃতীয় ইনিংসে ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, রশিদ খানদের বিরুদ্ধে এ রকম ইনিংস খেলা সহজ নয়। সাতটি চার ও ১১টি ছক্কা মেরেছে বৈভব। এই রকম একটি ইনিংস দেখে তো মুখে চওড়া হাসি থাকা উচিত ছিল শুভমনের। দেশের আরও একটি প্রতিভার বিকাশ দেখে দরাজ গলায় তার প্রশংসা করা উচিত ছিল। কিন্তু কোথায় কী?

শুভমনের বক্তব্যের পরেই একটা প্রশ্ন উঠছে। তবে কি বৈভবকে নিয়ে ভয় পেতে শুরু করেছেন তিনি? দু’জনেই ওপেনার। এমনিতেই ভারতের টি-টোয়েন্টি দলে শুভমনের জায়গা হয় না। দলে ওপেনারের সংখ্যা প্রচুর। যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনদের টপকে প্রথম একাদশে জায়গা করা সহজ নয়। এ বারের আইপিএলে নজর কেড়েছেন আর এক ওপেনার প্রিয়াংশ আর্য। তার পরে যদি আবার বৈভবও লড়াইয়ে চলে আসেন তা হলে জায়গা পাওয়া আরও কঠিন হবে শুভমনের। সেটাই কি ভাবাচ্ছে তাঁকে?

এ বার আইপিএলে ভাল ফর্মে রয়েছেন শুভমন। ৯টি ম্যাচে ৩৮৯ রান করেছেন তিনি। চারটি অর্ধশতরান করেছেন। ৪৮.৬৩ গড় ও ১৫৬.২২ স্ট্রাইক রেটে রান করেছেন। অভিষেক ও সঞ্জু এ বার ফর্মে নেই। ফলে আইপিএলের পর ভারতের টি-টোয়েন্টি দলে ফেরার স্বপ্ন দেখছেন শুভমন। যশস্বীর সঙ্গে ওপেন করার কথা ভাবছেন তিনি। সেই কারণেই কি বৈভবের ইনিংস তাঁর মুখের হাসি কিছুটা হলেও ম্লান করে দিল? সেই কারণেই কি মিনমিনে গলায় প্রশংসা করলেন তিনি?

সংক্ষেপে
  • চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
  • গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
Shubman Gill Vaibhav Suryavanshi

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।