Advertisement
০৫ নভেম্বর ২০২৪
India vs South Africa

বৃষ্টিতে বাতিল অনুশীলন, প্রথম টেস্টে মঙ্গলবারের খেলা ভেস্তে যাবে? চিন্তায় রোহিতেরা

বৃষ্টির কারণে সোমবার অনুশীলন করতে পারেনি ভারত। মঙ্গলবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই টেস্টের প্রথম দিন সেঞ্চুরিয়ানে নির্বিঘ্নে খেলা হবে কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে।

Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ২২:৫২
Share: Save:

প্রথম টেস্টের শুরুর দিন বাধা হতে পারে বৃষ্টি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে হঠাৎ অনিশ্চয়তা। বৃষ্টির কারণে সোমবার অনুশীলন করতে পারেনি ভারত। মঙ্গলবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই টেস্টের প্রথম দিন সেঞ্চুরিয়ানে নির্বিঘ্নে খেলা হবে কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে। মঙ্গলবার থেকে শুরু হতে চলা সেই ম্যাচে ৯২ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। সোমবার বৃষ্টির কারণে মাঠে নেমে অনুশীলন করতে পারেনি ভারত। টেস্টের পাঁচ দিনই কম-বেশি বৃষ্টি হতে পারে। ফলে টেস্টে কতটা খেলা হবে তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী বৃষ্টির কারণে টেস্টের প্রথম দু’দিন বাতিল হয়ে যেতে পারে।

সব থেকে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা টেস্টের তৃতীয় দিনে। সে দিন মাত্র ২ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। সে দিন খেলা হতে পারে। বাকি দু’দিন যথাক্রমে ৪০ এবং ৬৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE