২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার। ১৬ মাস পর ভারত-পাকিস্তান মুখোমুখি এক দিনের ক্রিকেটে। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে চিরাচরিত উত্তাপ। এই ম্যাচ যতটা ২২ গজের, তার থেকেও বেশি সম্মানের। মর্যাদার এই লড়াইয়ে হারতে চায় না কোনও দল। ক্রিকেটপ্রেমীদের একাংশ তাকিয়ে থাকেন এই ম্যাচের জন্য। কিন্তু আবহাওয়া বাদ সাধবে না তো দুবাইয়ের মহারণে? কেমন হবে পিচ?
শেষ বার ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে অহমদাবাদে ৭ উইকেট জিতেছিল ভারত। আবার গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। দু’দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টান টান উত্তেজনার ম্যাচে কি জল ঢালবে দুবাইয়ে আকাশ? কী বলছে সেখানকার আবহাওয়ার পূর্বাভাস? মহারণের ২২ গজই বা কেমন হবে?
দিন-রাতের এই ম্যাচ ঘিরে সামান্য হলেও আশঙ্কার কথা শুনিয়েছেন আবহবিদেরা। দুবাইয়ের আবহওয়া দফতর জানিয়েছে, রবিবার সকাল থেকে মূলত পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়ার গতিবেগ থাকবে ২০ কিলোমিটার প্রতি ঘণ্টার কাছাকাছি। বিকালের পর হাওয়ার গতিবেগ কিছুটা বাড়তে পারে। সর্বোচ্চ ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইতে পারে হাওয়া। সন্ধ্যার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বাড়বে মেঘের পরিমাণ। সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে রাতের দিকে। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাতে দুবাইয়ে বৃষ্টির সম্ভাবনা চার শতাংশ। তা ভারত-পাকিস্তানে ম্যাচে প্রভাব ফেলবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।
যে পিচে খেলা হবে, তাতে বোলারেরা কিছুটা সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। মন্থর পিচে ব্যাটিং কঠিন হতে পারে। রবিবার আগে ব্যাট করা দল বাড়তি সুবিধা পেতে পারে। ২৫০ থেকে ২৬০ রান দুবাইয়ের পিচে ভাল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
ক্রিকেটপ্রেমীরা সম্পূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে জয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছেন রোহিত শর্মারা। পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবেন তাঁরা। অন্য দিকে, শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে জিততেই হবে মহম্মদ রিজ়ওয়ানদের। উল্লেখ্য, প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হেরে গিয়েছে পাকিস্তান।