বিরাট কোহলি। — ফাইল চিত্র।
প্রত্যাশামতোই আইপিএলের মহা নিলামের আগে বিরাট কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ২১ কোটি টাকায় ধরে রাখা হয়েছে প্রাক্তন অধিনায়ককে। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। তার পরেই এক বার্তায় কোহলি জানিয়েছেন, আগামী তিন বছরে অন্তত এক বার আইপিএল জিততে চান।
১৭ বছর ধরে খেলছেন আরসিবি-তে। আগামী তিন বছর রেখে দেওয়ার ফলে একটানা ২০ বছর আরসিবি-র হয়ে খেলার সুযোগ পাবেন কোহলি। সে সম্পর্কে তিনি সমাজমাধ্যমে বার্তায় লিখেছেন, “আগামী তিন বছরের দিকে তাকিয়ে আছি। এই সময়টায় অন্তত এক বার ট্রফি জেতাই আমার লক্ষ্য। বরাবরের মতোই আমরা নিজেদের সেরাটা দেব। নিজেদের ঢংয়ে ক্রিকেট খেলে সমর্থকদের গর্বিত করার চেষ্টা করব।”
একই দলে দীর্ঘ দিন খেলতে পেরে আবেগপ্রবণ কোহলি। সেই অনুভূতি প্রকাশ পেয়েছে তাঁর বার্তাতেও। লিখেছেন, “সবাই জানে আরসিবি আমার কাছে কী। এত বছর ধরে লালন করা খুব, খুব স্পেশ্যাল সম্পর্ক যা প্রতিদিন আরও মজবুত হয়। আরসিবি-র হয়ে খেলতে খুব ভাল লাগে। আমি জানি সমর্থক এবং দলের কর্তারাও একই রকম ভাবেন।”
কোহলির সংযোজন, “এই পর্বটা শেষ হলে আরসিবি-র হয়ে ২০ বছর খেলা হয়ে যাবে। সেই অনুভূতি আমার কাছে খুব, খুব সুখের। কখনও ভাবিনি একটা দলের হয়ে এত বছর খেলব। তবে এত বছর ধরে এই সম্পর্কটা একদম অন্য রকম হয়ে গিয়েছে। আগের মতো আবারও বলছি, আরসিবি ছাড়া আর কোনও দলে নিজেকে দেখতে চাই না।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy