বিরাট কোহলি। ছবি: এএফপি।
বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। ছুঁয়ে ফেললেন আরও একটি মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রান করার নজির গড়লেন তিনি।
বৃহস্পতিবারের ম্যাচের আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫১০টি ম্যাচের ৫৬৬টি ইনিংসে কোহলির সংগ্রহ ছিল ২৫৯২৩ রান। অর্থাৎ, ২৬ হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন ছিল ৭৭ রান। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান কোহলির আগে করেছেন তিন জন। শীর্ষে রয়েছেন সচিনই। ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪,৩৫৭ রান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৫৯৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ২৮,০১৬ রান। তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ৫৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন ২৭,৪৮৩ রান। এই তালিকার চতুর্থ স্থানে উঠে এলেন কোহলি। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচের পর ৫১১টি ম্যাচে কোহলির রান হল ২৬,০২৬। তিনি এ দিন টপকে গেলেন শ্রীলঙ্কার আর এক প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে। ৬৫২টি আন্তর্জাতিক ম্যাচে জয়বর্ধনের সংগ্রহ ২৫,৯৫৭ রান। তিনি থাকলেন তালিকার পঞ্চম স্থানে।
এ দিন আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের ক্ষেত্রে উঠে এসেছেন চতুর্থ স্থানে। একই ম্যাচে প্রথমে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন রোহিত শর্মা। কিছু ক্ষণ পরেই তাঁর জায়গা নিয়ে নিলেন কোহলি। এ দিনের পর এক দিনের বিশ্বকাপে কোহলির সংগ্রহ হল ১২৮৯ রান। এ ক্ষেত্রেও তাঁর আগে রয়েছেন সচিন, পন্টিং এবং সাঙ্গাকারা। এক দিনের বিশ্বকাপে সচিনের রয়েছে ২২৭৮ রান। পন্টিং ১৭৪৩ এবং সাঙ্গাকারা ১৫৩২ রান করেছেন এক দিনের বিশ্বকাপে। পঞ্চম এ দিনই চতুর্থ স্থানে উঠেও পঞ্চম স্থানে নেমে যাওয়া রোহিতের সংগ্রহ ১২৪৩ রান।
বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে কোহলি পেলেন ৪৮তম শতরান। এই ক্ষেত্রেও সচিনের আরও কাছে চলে গেলেন তিনি। এক দিনের ক্রিকেটে সচিনের শতরানের সংখ্যা ৪৯।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy