টসে হারার হ্যাটট্রিক করলেন কোহলী। ছবি: টুইটার থেকে।
টি২০ বিশ্বকাপে টানা তিন ম্যাচে টস হারলেন ভারত অধিনায়ক বিরাট কোহলী। ফের আগে ব্যাট করতে হবে ভারতকে। যদিও আবু ধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে আশাবাদী কোহলী। তিনি জানান, এখনও শেষ চারে যাওয়ার আশা রয়েছে ভারতের। সেই লক্ষ্যে জিততেই মাঠে নামবেন তাঁরা।
টসে হেরে কোহলী বলেন, ‘‘এটা অস্বীকার করার উপায় নেই যে পরিস্থিতি খুব কঠিন। কিন্তু এখনও সুযোগ রয়েছে। আমরা সেই সুযোগ কাজে লাগানোর জন্য ইতিবাচক ক্রিকেট খেলতে চাই। এখনও পর্যন্ত নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি আমরা।’’
টসে জিতলে প্রথমে বল নিতেন সে কথা স্বীকার করে নিলেও কোহলী জানান, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার কিছু সুবিধা আছে। তিনি বলেন, ‘‘আফগানিস্তান প্রথমে ব্যাট করে পরে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। তাই ওদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করা খারাপ নয়। আমরাও বড় রান তুলে ওদের চাপে ফেলার চেষ্টা করব।’’
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে দু’টি পরিবর্তন করা হয়েছে। ঈশান কিশনের জায়গায় সূর্যকুমার যাদব ও বরুণ চক্রবর্তীর জায়গায় অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে আসা হয়েছে দলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy