দলকে তাতাতে কোহলীদের টানলেন স্কটিশ উইকেটরক্ষক ছবি: টুইটার থেকে।
টি২০ বিশ্বকাপের শেষ চারে জায়গা করতে হলে কঠিন অঙ্কের সামনে কোহলীরা। শুধু নিজেদের বাকি তিন ম্যাচে জিততে হবে তাই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির উপর। বিশেষ করে নিউজিল্যান্ড হারলে কিছুটা সুবিধা হবে ভারতের। এই অবস্থায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে তাতাতে কোহলীদের টেনে আনলেন স্কটল্যান্ডের উইকেটরক্ষক ম্যাথু ক্রস।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। ম্যাচে তখন বল করছিলেন স্কটিশ স্পিনার কলিন গ্রিভস। ঠিক তখনই ক্রসকে বলতে শোনা যায়, ‘‘গ্রিভস, ভাল করে বল করো। গোটা ভারত তোমার পিছনে রয়েছে।’’ স্টাম্প মাইকে পুরো কথা শোনা যায়। তার পরেই আইসিসি-র তরফে সেই ভিডিয়ো প্রকাশ করা হয়।
বিশ্বকাপে গ্রুপ বি-তে এই মুহূর্তে পাঁচ নম্বরে রয়েছে ভারত। কোহলীদের ঠিক পিছনেই রয়েছে স্কটল্যান্ড। রানরেটেও কোহলীদের নীচে রয়েছে শুধু স্কটিশরা। কিন্তু এখান থেকেও শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের। তার জন্য অপেক্ষাকৃত দুর্বল দলগুলির সাহায্য দরকার। ভারতীয় দর্শকরাও চাইছেন নিউজিল্যান্ডকে হারাক স্কটল্যান্ড। সে জন্যই হয়তো কোহলীদের টেনে দলকে তাতানোর চেষ্টা করলেন ক্রস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy