Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Rohit Sharma and Virat Kohli

দেশের মাটিতে শেষ টেস্ট খেললেন রোহিত, কোহলি? অস্ট্রেলিয়ায় ব‍্যর্থ হলেই ছাঁটাইয়ের সম্ভাবনা বোর্ডের

অস্ট্রেলিয়া সফরের পরেই ভারতের কিছু সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। ব্যর্থ হলে ভবিষ্যতে জাতীয় দলের দরজা পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যেতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাছে।

cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ২১:৫৯
Share: Save:

অস্ট্রেলিয়া সফরের পরেই ভারতীয় দলের কিছু সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যত ঠিক হয়ে যাবে। আগামী দিনে জাতীয় দলের দরজা পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যেতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাছে। নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে চলেছে বোর্ড। পরবর্তী টেস্ট বিশ্বকাপের আগে ধীরে ধীরে সিনিয়রদের সরিয়ে দেওয়ার পথে হাঁটতে পারে তারা।

মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়া সফর রোহিত, কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার কাছে শেষ সুযোগ হতে পারে। প্রত্যেকেই আন্তর্জাতিক কেরিয়ারের শেষ পর্বে। খারাপ ফল হলেই কোপ পড়তে পারে তাঁদের উপর।

আগামী দু’-এক দিনের মধ্যেই বোর্ডের কর্তাদের সঙ্গে সাধারণ আলোচনা হতে পারে নির্বাচক প্রধান অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার। তবে সেখানে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই।

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “নিউ জ়িল্যান্ড সিরিজ়ের ফলাফল নিয়ে আলোচনা হবে। ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে দল রওনা দেওয়ার আগে সাধারণ একটা আলোচনা। এই হার যে বড়সড় ধাক্কা তাতে সন্দেহ নেই। তবে অস্ট্রেলিয়া সিরিজ় সামনেই রয়েছে। দলও ঘোষিত। সেখানে বদলের কোনও সম্ভাবনা নেই।”

তিনি আরও বলেছেন, “যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে না পারে, তা হলে নিশ্চিত থাকুন চার সিনিয়র ক্রিকেটার পরবর্তী ইংল্যান্ড সফরের বিমানে উঠবে না। হয়তো ওই চার জন দেশের মাটিতে শেষ টেস্ট খেলে ফেলল।” উল্লেখ্য, বিশ্ব টেস্ট ফাইনালের পরেই ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে ভারত, যা পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্গত।

সূত্রের খবর, ২০১১ সালের ঘটনার পুনরাবৃত্তি চাইছে না বোর্ড। সে বারও প্রবীণ ক্রিকেটারদের নিয়ে গড়া দল হঠাৎই খারাপ ফল করতে শুরু করেছিল। তাই আগরকর এবং গম্ভীর দলের চার সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলে তাঁদের পরিকল্পনার কথা জানতে চাইতে পারেন।

চার জন সরে গেলেও ভারতের পরবর্তী প্রজন্ম মোটামুটি তৈরি। সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কলেরা টেস্ট দলে ঢুকতে পারেন। রবি অশ্বিনের বদলে ওয়াশিংটন সুন্দরকে আগামী ১০ বছরের জন্য ভাবা হচ্ছে। জাডেজার জায়গায় অক্ষর পটেল এবং মানব সুতার তৈরি আছেন।

অন্য বিষয়গুলি:

Rohit Sharma Virat Kohli BCCI India vs Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE