নিজের স্থান ধরে রাখলেন কোহলী ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর। ভারত সিরিজে চূর্ণ হলেও খারাপ খেলেননি বিরাট কোহলী। ফলে আইসিসি-র এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখতে অসুবিধা হল না তাঁর। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেও তিন নম্বরে থেকে গিয়েছেন রোহিত শর্মা।
কোহলী তিন ম্যাচ মিলিয়ে ১১৬ রান করেছেন। দ্বিতীয় ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়ে যান। প্রথম ম্যাচে ৫১ এবং তৃতীয় ম্যাচে ৬৫ রান করেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে সব থেকে বেশি রান শিখর ধবনের। তিনি তিন ম্যাচে ১৬৯ রান করেছেন। ক্রমতালিকায় তিনি ১৫ নম্বর স্থান। শীর্ষ স্থানে পাকিস্তানের বাবর আজম।
🔹 Quinton de Kock continues his rise 🔼
— ICC (@ICC) January 26, 2022
🔹 Massive gains for Rassie van der Dussen 🔥
🔹 England players move up in the T20I charts 📈
Here’s how things stand after the latest update to the @MRFWorldwide ICC Men’s Player Rankings 📝
Details 👉 https://t.co/Jxktm5FBsr pic.twitter.com/HBGUPKNHsT
প্রথম পাঁচে ঢুকে পড়েছেন কুইন্টন ডি’কক। ২০১৯ বিশ্বকাপের পর প্রথম বার প্রথম পাঁচে ঢুকলেন তিনি। ভারতের বিরুদ্ধে সিরিজে ২২৯ রান করেছেন। শেষ ম্যাচে ১২৪ রান করেন। সিরিজের সেরাও হয়েছেন। দক্ষিণ আফ্রিকার আর এক ক্রিকেটার রাসি ভ্যান ডার ডুসেন ভারত সিরিজে ২১৮ রান করেছেন। তিনি ১০ ধাপ এগিয়ে ১০ নম্বরে চলে এলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy