বিরাট শুভেচ্ছা ফাইল চিত্র।
ঘটনার কিছু ক্ষণ আগেই ম্যাচ জিতেছে ভারত। সিরিজ জয়ের উৎসবের পরে হোটেলে ফেরার পালা। আর সেই যাত্রাপথেই এক ভক্তের ইচ্ছাপূরণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলী। ভক্তের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন তিনি।
খেলা চলাকালীন একটি পোস্টার হাতে অনেক ক্ষণ ধরে গ্যালারিতে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। সেই পোস্টারে লেখা, ‘আজ আমার জন্মদিন’। ম্যাচ শেষে স্টেডিয়ামের লবিতেও দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। ফেরার পথে সেটি লক্ষ্য করেন কোহলী। সঙ্গে সঙ্গে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পুরো ঘটনা দেখানো হয় টেলিভিশনে। কোহলীর কাছে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত সেই ভক্ত।
যুবকের নাম বীনেশ প্রভু। টুইট করে সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘বিরাট কোহলী আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আপনার বিশেষ দিনে আপনার সব থেকে প্রিয় ক্রিকেটার যখন শুভেচ্ছা জানান, ভারত ম্যাচ জেতে ও আপনাকে টেলিভিশনে দেখানো হয়, তা হলে তার থেকে ভাল কিছু হতে পারে না। বিরাট, আপনাকে ভালবাসি। সব থেকে ভাল মানুষ...’
Here's KING VIRAT KOHLI wishing me happy birthday
— Vinesh Prabhu (@vlp1994) December 6, 2021
Your favourite cricketer wishes you on your big day, India wins the match & you feature on TV... Can't get bigger than this...
I love you Virat. Best human ever..#INDvsNZ #ViratKohli pic.twitter.com/6hmIQgvEtg
মুম্বইয়ে নিউজিল্যান্ডকে ৩৭২ রানের রেকর্ড ব্যবধানে হারায় ভারত। কানপুর টেস্ট ড্র হওয়ার পরে মুম্বইয়ে জিতে সিরিজ পকেটে পুরে নেন কোহলীরা। সেই সঙ্গে টেস্টের ক্রমতালিকায় শীর্ষস্থানে পৌঁছে যায় ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy