বিরাট কোহলি। —ফাইল চিত্র।
এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। নেপালের ইনিংসের ৩০ তম ওভারে মহম্মদ সিরাজের বলে নেপালের আসিফ শেখের ক্যাচ ধরে নতুন নজির গড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
শর্ট কভারে ফিল্ডিং করছিলেন কোহলি। সেখানেই আসে আসিফের ক্যাচ। এক হাতে ক্যাচ ধরেন তিনি। আসিফের দেওয়া ক্যাচ এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ১৪৩তম ক্যাচ। এক দিনের ক্রিকেটে ক্যাচের সংখ্যায় নিউ জ়িল্যান্ডের রস টেলরকে টপকে গেলেন তিনি। তাঁর ধরা ক্যাচের সংখ্যা ১৪২। চলে এলেন এই তালিকার চতুর্থ স্থানে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও এখনও শীর্ষে উঠতে পারেননি কোহলি।
এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরার নজির রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনের। তিনি মোট ২১৮টি ক্যাচ ধরে ছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। এক দিনের ক্রিকেটের ১৬০টি ক্যাচ রয়েছে তাঁর ঝুলিতে। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি এক দিনের আন্তর্জাতিকে ১৫৬টি ক্যাচ নিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিই রয়েছেন শীর্ষে। কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে। ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর ধরা ক্যাচের সংখ্যা ১৪০টি। সব মিলিয়ে তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। টেলরের ঠিক পরেই।
নজির তৈরি করলেও সোমবার নেপালের বিরুদ্ধে প্রত্যাশিত ফিল্ডিং করতে পারেননি কোহলি। ম্যাচের দ্বিতীয় ওভারে সিরাজের বলেই সহজ ক্যাচ দিয়েছিলেন আসিফ। শর্ট কভারে দাঁড়ানো কোহলি অবিশ্বাস্য ভাবে সেই ক্যাচ ফেলে দেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy