বিরাট এবং অনুষ্কা। ফাইল ছবি
শুক্রবারই মুক্তি পেয়েছে ভারতের ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে নির্মিত ছবি ‘৮৩’। প্রথম দিনই দর্শকদের মন কেড়ে নিয়েছে এই সিনেমা। প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়। ঐতিহাসিক ঘটনা নিয়ে তৈরি এই সিনেমা দেখে ফেলেছেন বিরাট কোহলী এবং অনুষ্কা শর্মা। দু’জনেই টুইট করে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন।
কোহলী টুইটারে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম স্মরণীয় এই ঘটনা এর থেকে ভাল ভাবে দেখানো সম্ভব ছিল না। ১৯৮৩ বিশ্বকাপের যে ঘটনা এবং আবেগ, তাকে তুলে ধরে অসাধারণ ভাবে এই সিনেমা নির্মিত হয়েছে। অভিনয়ও দুর্দান্ত।’ কোহলী আলাদা করে তুলে ধরেছেন কপিলের ভূমিকায় অভিনয় করা রণবীর সিংহের কথা। লিখেছেন, ‘রণবীর তো সবাইকে ছাপিয়ে গিয়েছে। বাকিরাও অসাধারণ অভিনয় করেছে।’
Couldn't have relived the most iconic moment of Indian cricket history in a better manner. A fantastically made movie which immerses you in the events and the emotion of the world cup in 1983. Splendid performances as well.
— Virat Kohli (@imVkohli) December 25, 2021
A magical moment in India’s sporting history brought to life so beautifully by the entire team of #83TheFilm. @kabirkhankk thank you for letting the newer generations relive this through your film and @RanveerOfficial, what can I say? You are just superlative in the film.
— Anushka Sharma (@AnushkaSharma) December 25, 2021
অনুষ্কা লিখেছেন, ‘৮৩ সিনেমার সঙ্গে জড়িত থাকা প্রত্যেকে ভারতের খেলাধুলোর ইতিহাসের অন্যতম সেরা এক মুহূর্ত অসাধারণ ভাবে বর্ণনা করেছেন। নতুন প্রজন্মের কাছে এই ঘটনাকে তুলে ধরার জন্য কবীর খানকে অসংখ্য ধন্যবাদ। রণবীর সিংহ, তোমায় আর আলাদা করে কী বলব? তুমি এই ছবিতে সবার সেরা।’
আরও একটি টুইটে অনুষ্কা লিখেছেন, ‘এই ছবিতে কোনও মিথ্যা জিনিস দেখানো হয়নি। রণবীর, অসাধারণ অভিনয় করেছ তুমি। প্রত্যেকের অভিনয়ই একই রকম ভাবে ভাল লেগেছে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy