Unmukt Chand tied knot with Simran Khosla all you need to know dgtl
Unmukt Chand
Unmukt Chand: বিয়ের পিঁড়িতে ভারতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার, দেখে নিন নতুন বর-কনেকে
উন্মুক্তের স্ত্রী সিমরন নিজেও খেলার দুনিয়ার সঙ্গে যুক্ত। তিনি এক জন ক্রীড়া পুষ্টিবিদ। সবাইকে ফিট রাখাই লক্ষ্য দিল্লি নিবাসী এই তরুণীর।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১০:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বিয়ে করলেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের প্রাক্তন অধিনায়ক উন্মুক্ত চন্দ। কনে সিমরন খোসলা।
০২১২
২১ নভেম্বর গাঁটছড়া বাঁধেন দু’জনে। নিজের বিয়ের ছবি নেটমাধ্যমে প্রকাশ করেন উন্মুক্ত।
০৩১২
উন্মুক্তের স্ত্রী সিমরন নিজেও খেলার দুনিয়ার সঙ্গে যুক্ত। তিনি এক জন ক্রীড়া পুষ্টিবিদ। কী ভাবে সবাইকে ফিট রাখা যায়, সে দিকেই লক্ষ্য দিল্লি নিবাসী এই তরুণীর।
০৪১২
একটি ফিটনেস কোচিং সেন্টার চালান সিমরন। নাম ‘বাট লাইক অ্যান এপ্রিকট’। অনলাইনেই তাঁর গ্রাহকদের সুস্থ থাকার পরামর্শ দেন। বিশ্বের ৩৩টি দেশের দু’হাজারের বেশি মানুষ তাঁর কাছে সুস্থ থাকার পরামর্শ নেন।
০৫১২
নেটমাধ্যমে বেশ সক্রিয় সিমরন। তাঁর অনুরাগীর সংখ্যা ৭০ হাজারের বেশি। কী ভাবে সবাই সুস্থ থাকবেন, সেই পরামর্শ নিজের ভিডিয়োর মাধ্যমে দেন সিমরন।
০৬১২
সিমরনের লক্ষ্য সবাই নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। বিশ্ব জুড়ে সেই বার্তা পৌঁছে দিতে চান তিনি।
০৭১২
কাজের বাইরে সিনেমা দেখতে পছন্দ করেন সিমরন। সব ধরনের সিনেমা দেখেন তিনি। সেই সঙ্গে বলিউডি গানের সঙ্গে নাচতেও খুব পছন্দ করেন সিমরন।
০৮১২
২০১২ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন উন্মুক্ত। তাঁর নেতৃত্বেই দল বিশ্বকাপ জেতে। ফাইনালে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন এই ডান হাতি ব্যাটার। ২০১৫ সাল পর্যন্ত অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন তিনি।
০৯১২
২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল-এ অভিষেক হয় উন্মুক্তের। পরের বছর রাজস্থান রয়্যালস তাঁকে নেয়।
১০১২
২০১৫ সালে উন্মুক্ত যান মুম্বই ইন্ডিয়ান্সে। সে বছর মুম্বই আইপিএল জিতলেও জাতীয় দলের দরজা খোলেনি তাঁর জন্য।
১১১২
শেষ পর্যন্ত ২০২১ সালের অগস্ট মাসে মাত্র ২৮ বছর বয়সে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেন উন্মুক্ত। তিনি চলে যান আমেরিকা। সেখানে মেজর ক্রিকেট লিগের সঙ্গে তিন বছরের চুক্তি করেন।
১২১২
বর্তমানে মাইনর ক্রিকেট লিগে সিলিকন ভ্যালি দলের অধিনায়ক তিনি। দলকে লিগ জিতিয়েছেন। আগামী মরসুমের জন্য বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস তাঁকে সই করিয়েছে। তিন বছরের চুক্তি শেষ হলে আমেরিকার হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাবেন উন্মুক্ত। আপাতত সে দিকেই তাকিয়ে তিনি।