ওয়াংখেড়েতে মহেন্দ্র সিংহ ধোনির নামে দু’টি আসন রয়েছে। যে আসন দু’টিতে ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো ছক্কা মারা বলটি ড্রপ খেয়েছিল। সেই দু’টি আসনে কারা বসবেন তা ঠিক করে ফেলেছে মুম্বই ক্রিকেট সংস্থা।
মুম্বই তাদের অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলে খেলা কিছু ক্রিকেটারকে বৃত্তি দেয়। সেই ক্রিকেটারদের জন্য ধোনির নামাঙ্কিত আসন দু’টি রাখল এমসিএ। সভাপতি অজিঙ্ক নায়েক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, “ধোনির নামাঙ্কিত আসন আমরা সেই সব ক্রিকেটারকে দেব যারা মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলে বৃত্তি পেয়ে খেলে। এই বছর যদিও ওই আসনগুলির টিকিট বিক্রি করা হবে না। তরুণ ক্রিকেটারদের ওই আসনে বসতে দিতে চাই, যাতে ওরা আগামী দিনে বড় ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা পায়।”
আরও পড়ুন:
ওয়াংখেড়েতে সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর এবং বিজয় মার্চেন্টের নামে স্ট্যান্ড রয়েছে। সেই সঙ্গে পলি উমরিগড় এবং বিনু মাঁকড়ের নামে গেট রয়েছে। ১৬ এপ্রিল ওয়াংখেড়েতে রোহিত শর্মার নামে স্ট্যান্ড করা হবে বলে জানায় এমসিএ। মুম্বই ক্রিকেট সংস্থার বৈঠকে মঙ্গলবার সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্ট্যান্ড হবে অজিত ওয়াড়েকর এবং শরদ পাওয়ারের নামেও।
প্রাক্তন ক্রিকেটারদের নামে স্ট্যান্ড ভারতের অনেক মাঠেই আছে, কিন্তু ওয়াংখেড়েতেই প্রথম দর্শকাসনের নামকরণ করা হয় কোনও প্রাক্তন ক্রিকেটারের নামে। ধোনির মারা ছক্কাকে মনে রাখার জন্য এমন সিদ্ধান্ত। ১৯৯৩ সালে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে একটি চেয়ার হলুদ রং করা হয়েছিল। ওই চেয়ারে গিয়ে পড়েছিল সাইমন ও’ডনেলের মারা ১২২ মিটার লম্বা ছক্কা। ভিক্টোরিয়ার হয়ে ওই ছক্কা তিনি মেরেছিলেন নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে। ২০১৮ সালে মেলবোর্নের এতিহাদ স্টেডিয়ামের একটি চেয়ার লাল রঙের করা হয়েছিল। বিগ ব্যাশ লিগে ব্র্যাড হজের মারা ৯৬ মিটার লম্বা ছক্কা পড়েছিল সেখানে।