বল হাতে ছেলের ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখে কেঁদে ফেলেছিলেন আবেশ খানের মা। ছেলের সান্ত্বনা শান্ত করতে পারছিল না তাঁকে। শেষ পর্যন্ত তাঁকে সামলালেন নিকোলাস পুরান।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ে লখনউ সুপার জায়ান্টসের অন্যতম নায়ক আবেশ খান। শনিবারের ম্যাচে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের শেষ ওভারে তাঁর নিয়ন্ত্রিত বোলিং প্রয়োজনীয় রান তুলতে দেয়নি রাজস্থানের ব্যাটারদের। শেষ ওভারে ৬ রান খরচ করে এক উইকেট নেন তিনি। দলকে ২ রানের রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে আবেশ যখন উচ্ছ্বসিত, তখন আবেগ ধরে রাখতে পারেননি তাঁর মা। খেলা শেষ হওয়ার মাকে ভিডিয়ো কল করেছিলেন আবেশ। ছেলের সঙ্গে কথা বলার সময় আবেগে কেঁদে ফেলেন তাঁর মা।
বিষয়টি চোখে পড়ে পুরানের। তিনি এগিয়ে যান আবেশের কাছে। সতীর্থের মাকে জিজ্ঞেস করেন, ‘‘আপনি কেন কাঁদছেন?’’ ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারের ইংরেজি বুঝতে পারেননি তিনি। আবেশ তাঁকে বলেন, ‘‘মা ও জানতে চাইছে, তুমি কাঁদছ কেন?’’ এর পরই পুরানকে হিন্দি-ইংরেজি মিশিয়ে বলতে শোনা গিয়েছে, ‘‘কাঁদবেন না। কখনও কাঁদবেন না। হাসুন, হাসুন। সব সময় শুধু হাসবেন।’’ তিনি আরও বলেন, ‘‘আপনার ছেলে ভাল।’’ পুরানের এই মানবিক আচরণ নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
শনিবারের ম্যাচে লখনউ ৫ উইকেটে ১৮০ রান করে। জবাবে রাজস্থানের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ১৭৮ রানে। শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ৯ রান। আবেশের বলে সেই রান তুলতে পারেনি রিয়ান পরাগের দল।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ