Advertisement
১৮ সেপ্টেম্বর ২০২৪
England vs Australia

এক ওভারে ৩০! ট্রেভিসের ঝড়ে হার ইংল্যান্ডের, প্রথম টি-টোয়েন্টি জিতল অস্ট্রেলিয়া

কিছু দিন আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে ট্রেভিস হেডের ব্যাটে ঝড় দেখেছিল ক্রিকেটবিশ্ব। বুধবার রাতে আবার দেখতে পেল। এ বার প্রতিপক্ষ ইংল্যান্ড। স্যাম কারেনের এক ওভারে ৩০ রান নিলেন তিনি। ট্রেভিসের ঝড়েই হেরে গেল ইংল্যান্ড।

cricket

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৩
Share: Save:

কেন তিনি বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার, তা আরও এক বার বোঝালেন ট্রেভিস হেড। কিছু দিন আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাটে ঝড় দেখেছিল ক্রিকেটবিশ্ব। বুধবার রাতে আবার দেখতে পেল। এ বার প্রতিপক্ষ ইংল্যান্ড। স্যাম কারেনের এক ওভারে ৩০ রান নিলেন তিনি। ট্রেভিসের ঝড়েই হেরে গেল ইংল্যান্ড।

ইংরেজ অধিনায়ক ফিল সল্ট টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত কাজে লাগেনি। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দুই অসি ওপেনার ম্যাট শর্ট এবং হেড।

পঞ্চম ওভারে বল করতে আসেন কারেন। প্রথম বলেই ডিপ একস্ট্রা কভার দিয়ে চার মারেন। পরের বলে মিড উইকেট দিয়ে আরও একটি চার মারেন। এর পর টানা তিনটি ছক্কা মারেন তিনি। শেষ বলে আরও একটি চার। এক ওভারে ৩০ রান নেন তিনি।

শেষ পর্যন্ত আটটি চার এবং চারটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৫৯ করে ফেরেন হেড। শর্ট ২৬ বলে ৪১ করেন। জশ ইংলিস ২৭ বলে ৩৭ করেন। ১৯.৩ ওভারে ১৭৯ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

ইংল্যান্ড কখনওই সেই রান তাড়া করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি। ৫২ রানে চার উইকেট হারায় তারা। একমাত্র লিয়াম লিভিংস্টোন ছাড়া (২৭ বলে ৩৭) কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। তিন উইকেট নেন শন অ্যাবট। দু’টি করে উইকেট জশ হেজলউড এবং অ্যাডাম জ়াম্পার। পরের দু’টি ম্যাচ কার্ডিফ এবং ম্যাঞ্চেস্টারে।

কী ভাবে এত ধ্বংসাত্মক ইনিংস খেলেন? ম্যাচের পর হেড বলেছেন, “ক্রিজ়ে নেমে বার বার বল মাঠের বাইরে পাঠাতে ভালবাসি। জানি যে সব সময় সেটা সম্ভব নয়। তবে এখন বেশ ভাল ছন্দে রয়েছি। এ ভাবে চালিয়ে খেলতে চাই। আরও বেশি সুযোগ নিতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Travis head Australia England
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE