ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ। তদন্ত শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিনেপুকুর ক্রিকেট ক্লাব এবং গুলসন ক্রিকেট ক্লাবের ম্যাচে গড়াপেটা হয়েছে বলে অভিযোগ। মিনহাজুল আবেদিনের আউট হওয়ার ধরন উঠছে প্রশ্ন।
জয়ের জন্য গুলসনের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। হাতে ছিল একটি উইকেট। সেই রকম সময় স্টাম্পড হলেন মিনহাজুল। ক্রিজ় ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়েছিলেন। বল ব্যাটে লাগেনি। উইকেটরক্ষক হাতে চলে যায় বল। মিনহাজুল তখন ক্রিজ়ের বাইরে। তিনি ব্যাটটি ক্রিজ়ে ঢোকান। কিন্তু সেখানে ব্যাট রাখেননি। ব্যাট টেনে বার করে নেন। তাতেই আউট হয়ে যান মিনহাজুল। ম্যাচ হেরে যায় গুলসন।
আরও পড়ুন:
রিপ্লে দেখে মনে হয়েছে, মিনহাজুল চাইলে আউট হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। দেখে মনে হয়েছে, ইচ্ছা করেই আউট হয়েছেন মিনহাজুল। স্টাম্পড হওয়ার সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্তের নির্দেশ দিয়েছে। এর আগেও ঢাকা প্রিমিয়ার লিগের বিভিন্ন ম্যাচ নিয়ে গড়াপেটার প্রশ্ন উঠেছিল। পার্টেক্স স্পোর্টিং ক্লাবের কোচ আনওয়ারুল মোস্তাকিম অভিযোগ করেছিলেন, তাঁর দলের ক্রিকেটারেরা নেতিবাচক ক্রিকেট খেলছেন। দলের পরিকল্পনা অনুযায়ী তাঁরা খেলছেন না বলেও অভিযোগ করেছিলেন তিনি।