বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় কেন উইলিয়ামসনকে। আইপিএলের গত নিলামে দল পাননি সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ক। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টি-টোয়েন্টি লিগের সঙ্গে যুক্ত থাকছেন কিউয়ি ক্রিকেটার। বলা যায় নতুন একটি ভূমিকায় অভিষেক হবে তাঁর।
এ বারের আইপিএলে ধারাভাষ্যকার হিসাবে দেখা যাবে উইলিয়ামসনকে। প্রতিযোগিতার সম্প্রচারকারী চ্যানেল ধারাভাষ্যকারদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে রয়েছে নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়কের নাম। গত বছরও উইলিয়ামসন ছিলেন গুজরাত টাইটান্সে। এ বারও নিলামে নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন। কিন্তু কোনও দলই তাঁকে নেয়নি।
আইপিএলের সময় নিউ জ়িল্যান্ডেরও কোনও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি নেই। তা দেখেই সম্প্রচারকারী চ্যানেলের পক্ষে উইলিয়ামসনকে ধারাভাষ্যকার হিসাবে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তা গ্রহণ করেছেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে কাজ করবেন উইলিয়ামসন। টেলিভিশনে সহ-বিশ্লেষক হিসাবে উইলিয়ামসন সঙ্গে পাবেন সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী, বীরেন্দ্র সহবাগ, অনিল কুম্বলে, হরভজন সিংহ, অজয় জাডেজা, নভজ্যোৎ সিংহ সিধু, আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকর, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, রুদ্রপ্রতাপ সিংহ, শিখর ধাওয়ান, প্রজ্ঞান ওঝা, সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, রবীন উথাপ্পা, অম্বাতি রায়ডু, মহম্মদ কাইফ, পীযূষ চাওলাকে।
আরও পড়ুন:
এ বারের আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে মাঠে নামবে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।