দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন কোহলীরা। —ফাইল চিত্র
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হল ভারত। ২৬ ডিসেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। বৃহস্পতিবার ভারতের রওনা হওয়ার ছবি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই টুইট করে লেখে, ‘সবাই তৈরি। দক্ষিণ আফ্রিকার জন্য।’ এই সিরিজে ভারত পাবে না রোহিত শর্মাকে। চোটের জন্য নেই দলের সহ-অধিনায়ক। বুধবার সাংবাদিক বৈঠকে বিরাট কোহলী বলেন, “রোহিতের মতো একজন ক্রিকেটারকে মিস করব। ইংল্যান্ডে রোহিত নিজেকে টেস্ট ক্রিকেটার হিসাবে প্রমাণ করেছে। ওপেনিং জুটি খুব গুরুত্বপূর্ণ। ওর অভিজ্ঞতা, ক্ষমতা সব কিছুকেই মিস করব আমরা।”
সেই সঙ্গে কোহলী মনে করিয়ে দিয়েছেন ময়াঙ্ক আগরওয়াল এবং লোকেশ রাহুলের কাছে সুযোগ থাকবে এই সিরিজে। ভারতের টেস্ট অধিনায়ক বলেন, “ময়াঙ্ক এবং রাহুলের কাছে এটা বড় সুযোগ। ওরা ভাল খেলছে, এই সিরিজেও সেটাই করতে হবে।”
All buckled up ✌🏻
— BCCI (@BCCI) December 16, 2021
South Africa bound ✈️#TeamIndia #SAvIND pic.twitter.com/fCzyLzIW0s
রোহিতের পরিবর্তে দলে নেওয়া হয়েছে প্রিয়ঙ্ক পঞ্চালকে। সেই সঙ্গে কোহলী জানিয়ে দিয়েছেন একদিনের সিরিজে খেলবেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy