দুবাইয়ে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি শুরু বিরাট কোহলি, রোহিত শর্মাদের। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে আইসিসির অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তাঁরা।
রবিবার অনুশীলনে লাল রঙের কিট ব্যাগ নিয়ে হাজির ছিলেন কোহলি। সঙ্গে একাধিক ব্যাট। গোটা দল একই বাসে করে অনুশীলনে আসে। ভারতীয় দলের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সফরে গিয়ে গোটা দল একসঙ্গে হোটেল থেকে অনুশীলনে যাবে এবং ফিরবে। সেই নিয়ম অনুযায়ী গোটা দল বাসে করে অনুশীলনে যায়।
অধিনায়ক রোহিত এবং কোচ গৌতম গম্ভীরকে আলোচনা করতে দেখা যায়। সেখানে যোগ দেন বোলিং কোচ মর্নি মর্কেল। অনুশীলনেও আগ্রহ ছিল কোহলিকে নিয়ে। তিনি বিভিন্ন ব্যাট পরীক্ষা করেন। তার পর একটি ব্যাট বেছে নিয়ে অনুশীলনে যান। কিট ব্যাগ গোছাতে এবং ব্যাট বাছতে প্রায় ৩০ মিনিট সময় নেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। বাংলাদেশের বিরুদ্ধে খেলবে তারা। রোহিতেরা সব ম্যাচ দুবাইয়ে খেলবে। পাকিস্তানের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি খেলবে তারা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ ২ মার্চ।
১৯৯৮ সালে শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। এই প্রথম বার আয়োজক পাকিস্তান। তবে ভারতের সব ম্যাচ দুবাইয়ে। প্রতিযোগিতার একটি সেমিফাইনাল দুবাইয়ে রাখা হয়েছে ভারতের কথা ভেবেই। রোহিতেরা ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইয়ে।
২০০২ সালে প্রথম বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সে বার ফাইনালে উঠেছিল দল। যদিও বৃষ্টির কারণে ফাইনাল খেলা হয়নি। যে কারণে শ্রীলঙ্কা এবং ভারতকে যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সে বার অধিনায়ক ছিলেন