সেই দিনকে স্মরণ করলেন বিরাট কোহলী।
মুম্বইয়ে জঙ্গি আক্রমণের ১৩ বছর পার। ২৬/১১-র সেই ঘটনা এখনও ভারতীয়দের মনে দাগ রেখে গিয়েছে। টুইটে সেই দিনকে স্মরণ করলেন বিরাট কোহলী।
শুক্রবার টুইট করে কোহলী লেখেন, ‘এই দিনটা ভোলা যাবে না। যাঁদের হারিয়েছি তাঁদের ভোলা যাবে না। সেই সব ব্যক্তির আত্মীয়, বন্ধুদের আমার শ্রদ্ধা জানাই।’
সেই দিনের জঙ্গি আক্রমণে ১৬৫ জন প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনায় যাঁরা শহীদ হয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশের বিভিন্ন প্রান্তে এই ঘটনার স্মরণে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে।
We will never forget this day, we will never forget the lives lost. Sending my prayers to the friends and families who lost their loved ones 🙏
— Virat Kohli (@imVkohli) November 26, 2021
13 years since the sad day. He is of the greatest son of our soil- Shaheed Tukaram Omble. The courage, the presence of mind and the selflessness demonstrated by him on that day- no words,no awards can do justice. Dandavat pranam hai aise mahaan insaan ko . 🙏🏼 #MumbaiTerrorAttack pic.twitter.com/wi4t8wHV56
— Virender Sehwag (@virendersehwag) November 26, 2021
শুধু কোহলী নন, ২৬/১১-কে স্মরণ করে টুইট করেছেন বীরেন্দ্র সহবাগও। তিনি লেখেন, ‘সেই দুঃখের দিনের ১৩ বছর কেটে গেল। আমাদের দেশের গর্ব শহীদ টুকারাম ওম্বলে। সেই দিন দেশের জন্য যে সাহস তিনি দেখিয়েছিলেন তার কাছে যে কোনও শব্দ বা পুরস্কারই তুচ্ছ। এমন মানুষকে আমার প্রণাম।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy