আইপিএলের নেটে রাহুল। —ফাইল চিত্র
চোটের কারণে জাতীয় দলের বাইরে লোকেশ রাহুল। জার্মানিতে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন রাহুল। সেখানে রয়েছেন মহিলা দলের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী। সেখানেই দেখা গেল রাহুলকে বল করছেন বাংলার পেসার।
ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে চোট পান রাহুল। এর পরেই তিনি ছিটকে যান একের পর এক সিরিজ থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে তাঁর ফেরা নির্ভর করছে চোট কতটা সেরেছে তার উপর। মেয়েদের বিশ্বকাপে খেলার সময়ে চোট পেয়েছিলেন ঝুলন। তার পর থেকে এখনও ভারতের জার্সিতে দেখা যায়নি তাঁকে। দু’জনেই রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
মেয়েদের এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি উইকেটের মালিক ঝুলন। ২০২টি এক দিনের ম্যাচে ২৫২টি উইকেট তাঁর দখলে। ১২টি টেস্টে নিয়েছেন ৪৪টি উইকেট। ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৫৬টি উইকেট।
Here's a video: pic.twitter.com/pfQ87giBxV
— Charudatt Prabhu (@charu_prabhu) July 18, 2022
K L Rahul is batting and Jhulan Goswami is bowling.
— Juman Sarma (@Juman_gunda) July 18, 2022
📍NCA, Bangalore@klrahul • @cool_rahulfan pic.twitter.com/xkuvvPZsHP
ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দেওয়া রাহুল খেলেছেন ৪৩টি টেস্ট। তাঁর সংগ্রহ ২৫৪৭ রান। এক দিনের ক্রিকেটে তিনি ৪২টি ম্যাচে করেছেন ১৬৩৪ রান। ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮৩১ রান। তিন ধরনের ক্রিকেটেই শতরান করেছেন তিনি। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy