দক্ষিণ আফ্রিকার মাটিতে কয়েক মাস আগেই ০-৩ ব্যবধানে এক দিনের সিরিজ হেরেছে ভারত। সেখানে দু’টি ম্যাচে আধিপত্য দেখিয়ে জিতেছে বাংলাদেশ। সিরিজ জেতার পরে দেখা যায় সাজঘরে ‘আমরা করব জয়’ গাইছেন তামিমরা। এর পরে ৩১ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়কে কোথায় রাখলেন তামিম ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হারিয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিরুদ্ধে এক দিনের সিরিজ জয়কে তাঁদের দেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয় বলে উল্লেখ করলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। সেই সঙ্গে বাংলাদেশের চার অভিজ্ঞ ক্রিকেটারের জীবনেও এই জয় অন্যতম সেরা মুহূর্ত বলে জানিয়েছেন তিনি।
শেষ এক দিনের ম্যাচে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন তামিম। ম্যাচ শেষে তামিম বলেন, ‘‘এটা আমার জীবনের সেরা জয়। আমি ছাড়া মুশফিকুর রহিম, শাকিব আল হাসান ও মাহমুদুল্লা ১৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে খেলছে। দেশের হয়ে নিজেদের সবটা উজাড় করে গিয়েছি আমরা। এই জয় আমাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ।’’
Team's celebration with "Amra korbo joy" song after the series win.#BCB #Cricket #SAvBAN pic.twitter.com/Qw7hva9BHb
— Bangladesh Cricket (@BCBtigers) March 23, 2022
পরিবারের লোকেরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও দেশে ফেরেননি শাকিব। তাঁর বাড়তি প্রশংসা করেছেন তামিম। তিনি বলেন, ‘‘শাকিবের মা, শাশুড়ি ও দুই মেয়ে হাসপাতালে ভর্তি। তার পরেও দেশের হয়ে খেলার জন্য ও থেকে গিয়েছে। এই সিরিজ জিততে ও মরিয়া ছিল। এই ঘটনা থেকেই এক জন বড় ক্রিকেটারের চরিত্র বোঝা যায়।’’
দক্ষিণ আফ্রিকার মাটিতে কয়েক মাস আগেই ০-৩ ব্যবধানে এক দিনের সিরিজ হেরেছে ভারত। সেখানে দু’টি ম্যাচে আধিপত্য দেখিয়ে জিতেছে বাংলাদেশ। সিরিজ জেতার পরে দেখা যায় সাজঘরে ‘আমরা করব জয়’ গাইছেন তামিমরা। এর পরে ৩১ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy