এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছেন বিরাট কোহলি। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে ভারত। সেই ম্যাচের আগে ইংল্যান্ডেরই এক দৃষ্টিহীন কিশোরী আবদার করল বিরাট কোহলির কাছে। তাঁর সঙ্গে দেখা করতে চায় সে। তার জবাবও দিলেন কোহলি। জানালেন, সুযোগ হলে নিশ্চয়ই দেখা করবেন তিনি।
কিশোরীর নাম এলি। সে কোহলির ভক্ত। ৫ নভেম্বর কোহলির জন্মদিনে একটি ভিডিয়োবার্তা পাঠায় সে। বলে, ‘‘আপনি যা করছেন সেটাই বজায় রাখুন। কারণ, এতে অনেকে অনুপ্রাণিত হয়। আমি আপনাকে দেখতে পাই না। কিন্তু আপনার কথা শুনতে ভালবাসি। আমার খুব আনন্দ হয়। ক্রিকেট মানুষকে অনেক আনন্দ দেয়। আপনার সঙ্গে দেখা করতে চাই।’’
Dear @imVkohli , watched you as young prodigy but more than your staggering numbers, today’s lovely gesture to Ellie will be an unforgettable memory of my life. This was my little Birthday gift to you, Champion. Best wishes always #HappyBirthdayViratKohli https://t.co/ij5SSCW2e0 pic.twitter.com/W07Qje3Pk5
— Vimal कुमार (@Vimalwa) November 5, 2022
এলির সেই বার্তা পৌঁছয় কোহলির কাছে। তিনি চুপ করে থাকেননি। পাল্টা বার্তায় বলেন, ‘‘তুমি খুব মিষ্টি। তোমার কথা তোমার মতোই মিষ্টি। তোমার জীবনে যে আমি একটু হলেও খুশি আনতে পেরেছি সেটাই আমার বড় প্রাপ্তি। জীবন নিয়ে তুমি খুব ইতিবাচক। এমনটাই থেকো।’’ কোহলি আরও বলেন, ‘‘তোমার জীবনে ভাল হোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব খুশি থাকো। ইংল্যান্ডে যখন যাব তখন সুযোগ পেলে আমাদের দেখা হবে। তোমার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’’
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব ভাল ছন্দে রয়েছেন কোহলি। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে ২৪৬ রান করেছেন তিনি। গড় ১২৩.০০। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে কোহলি বুঝিয়ে দিয়েছিলেন যে, এ বারের বিশ্বকাপে কেমন মানসিকতা নিয়ে খেলতে নেমেছেন। পাকিস্তানের বিরুদ্ধে একাই দলকে জিতিয়েছিলেন তিনি। করেছিলেন ৫৩ বলে ৮২ রান। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অর্ধশতরান করেছিলেন তিনি। ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দু’টি ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি।
তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান রাননি কোহলি। ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চলতি প্রতিযোগিতার তৃতীয় অর্ধশতরান আসে কোহলির ব্যাট থেকে। ৪৪ বলে ৬৪ রান করেন তিনি। তাঁকে আউট করতে পারেননি শাকিব আল হাসানরা। অর্থাৎ চারটি ম্যাচের মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই আউট হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধেও সেই ছন্দেই খেলার চেষ্টা করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy