বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে সব সময়ই উত্তেজনা থাকে। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ২২ অক্টোবর থেকে শুরু এই প্রতিযোগিতা। ২৩ অক্টোবর হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। যে ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। মেলবোর্নে হবে সেই ম্যাচ। শুরু হয়ে গিয়েছে পিচ প্রস্তুত করার কাজ।
বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে সব সময়ই উত্তেজনা থাকে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল বাবর আজমের পাকিস্তান। তার আগে কখনও বিশ্বকাপের মঞ্চে ভারতকে পরাস্ত করতে পারেনি পাকিস্তান। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই দুই দলের লড়াই নিয়ে বাড়তি উত্তেজনা রয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) টুইটারে পিচ প্রস্তুতির ছবি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা, ‘ক্রিকেটের প্রস্তুতি চলছে।’
And just like that… Cricket is loading 🏏 pic.twitter.com/y84SmIrqFf
— Melbourne Cricket Ground (@MCG) September 26, 2022
এই বছর ইতিমধ্যেই দু’বার রোহিত এবং বাবরের দল মুখোমুখি হয়েছে। এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারালেও সুপার ফোরে বাবরদের বিরুদ্ধে হেরে যায় ভারত। গ্রুপ পর্বে ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ড্যদের দাপটে ম্যাচ জেতে ভারত। সুপার ফোরে প্রথমে ব্যাট করে ভারত ১৮১ রান তুললেও শেষ ওভারে গিয়ে ম্যাচ হারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলই ব্যস্ত ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ় খেলতে। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়ে ভারত প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার। পাকিস্তান এবং ইংল্যান্ড সিরিজ় ২-২। বাকি আরও তিনটি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরে ফেলতে চাইছে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy