T20 World Cup 2022: India’s probable eleven for Netherlands match dgtl
T20 World Cup 2022
বদলের ইঙ্গিত রোহিতের, পাকিস্তানকে হারানো ভারতের প্রথম একাদশে কি পরের ম্যাচেই বদল?
পাকিস্তানের বিরুদ্ধে জিতে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কি আগের ম্যাচের ১১ জনই খেলবেন? না বদলে যাবে রোহিতদের প্রথম একাদশ?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১০:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে ভারত। পরের ম্যাচে সামনে নেদারল্যান্ডস। পাকিস্তানের বিরুদ্ধে যে ১১ জন খেলেছিলেন তাঁরাই কি নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন? না কি প্রথম একাদশে বদল হবে?
০২১২
রোহিত শর্মা: পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে রানে ফিরতে চাইবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
০৩১২
লোকেশ রাহুল: রোহিতের ওপেনিং জুটি রাহুলও পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি। কিন্তু তিনিই আবার ভারতের হয়ে শুরুতে ব্যাট করতে নামবেন।
০৪১২
বিরাট কোহলি: পাকিস্তান ম্যাচের নায়ক। দারুণ ছন্দে রয়েছেন। সেই ছন্দ ধরে রাখতে চাইবেন বিরাট কোহলি। ভারতের হয়ে তিন নম্বরে তাঁকেই দেখা যাবে।
০৫১২
সূর্যকুমার যাদব: পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভাল করেও আউট হয়ে গিয়েছিলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেটা পুষিয়ে নিতে চান ভারতের মিডল অর্ডার ব্যাটার।
০৬১২
হার্দিক পাণ্ড্য: ভারতীয় দলের মিডল অর্ডারে দেখা যাবে হার্দিককে। আরও এক বার ব্যাটে-বলে ভাল করার জন্য মুখিয়ে তিনি।
০৭১২
দীনেশ কার্তিক: ভারতের ফিনিশার। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতাতে পারেননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেকে ঝালিয়ে নিতে চাইবেন তিনি।
০৮১২
অক্ষর পটেল: পাকিস্তানের বিরুদ্ধে দিনটা ভাল যায়নি অক্ষরের। সেই দিনকে ভুলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভাল খেলতে চাইবেন তিনি।
০৯১২
ভুবনেশ্বর কুমার: পাকিস্তানের বিরুদ্ধে নতুন বলে ভাল করেছেন। সেই কাজটাই আবার করতে চাইবেন ভারতীয় পেসার।
১০১২
মহম্মদ শামি: শামিও পাকিস্তানের বিরুদ্ধে ভাল বল করেছেন। ভারতীয় দলের পেস আক্রমণে আরও এক বার দেখা যাবে তাঁকে।
১১১২
আরশদীপ সিংহ: নতুন বলে পাকিস্তানের বিরুদ্ধে আগুন জ্বালিয়েছেন আরশদীপ। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও এই বাঁ হাতি পেসারকে নতুন বল করতে দেখা যাবে।
১২১২
যুজবেন্দ্র চহাল: ভারতীয় দলে এই একটাই বদল হতে পারে। পাকিস্তান দলে অনেক বাঁ হাতি ব্যাটার থাকায় অশ্বিনকে খেলানো হয়েছিল। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে আবার হয়তো চহালকে মাঠে দেখা যাবে।