কেকেআরের নারাইন, রাসেল ক্যারিবিয়ান দলে নেই। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ। তার পরেই দেখা দিল বিতর্ক। সেই দলে যেমন টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা অভিজ্ঞ ক্রিকেটাররা বাদ পড়েছেন, তেমনই অচেনা মুখকে নেওয়া হয়েছে। দলে জায়গা পাননি কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন। বাদ পড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার কায়রন পোলার্ডও।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফিটনেসের কারণে বাদ পড়েছিলেন এভিন লিউইস। তিনি দলে ফিরেছেন। জাতীয় দলে প্রথম বার সুযোগ পেলেন ইয়ানিক কারিয়া এবং রেমন রেফার। তবে চমকে দিয়েছেন জনসন চার্লস। ২০১৬-তে শেষ বার টি-টোয়েন্টি খেলেন তিনি। বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের মুখ্য নির্বাচক ডেসমন্ড হেনেস বলেছেন, “অভিজ্ঞতা এবং তারুণ্যের একটা ভারসাম্য রেখে দল নির্বাচিত করেছি আমরা।”
যাঁরা বাদ পড়লেন, আলাদা করে তাঁদের নাম করেননি তিনি। তবে হেনেসের কথায়, “আশা করি যারা বাদ পড়েছে তারা কঠোর পরিশ্রম করে এবং সিপিএলে ভাল খেলে ফিরে আসবে দলে। চোট বা অন্য কোনও পরিস্থিতিতে কেউ ছিটকে গেলে কী হবে কেউ জানে না। তখন হয়তো যারা বাদ পড়েছে, তাদের মধ্যেই কাউকে নিতে হবে।”
ICYMI: CWI has announced the 15-man squad for the Men's T20 World Cup 2022 in Australia! #MenInMaroon #T20WorldCup
— Windies Cricket (@windiescricket) September 14, 2022
More details⬇️ https://t.co/t6ils9Xdox pic.twitter.com/GKxgCHZcvG
ওয়েস্ট ইন্ডিজকে যোগ্যতা অর্জন পর্ব খেলে বিশ্বকাপে সুযোগ পেতে হবে। ১৯ অক্টোবর তাদের প্রথম ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। তার পর স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা।
ওয়েস্ট ইন্ডিজ দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রভমান পাওয়েল, ইয়ানিক কারিয়া, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লিউইস, কাইল মেয়ার্স, ওবেড ম্যাকয়, রেমন রেফার, ওডিন স্মিথ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy