শাস্ত্রীদের নিয়ে টুইট কোহলীর। ছবি টুইটার
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গিয়েছে ভারতের। একইসঙ্গে শেষ হয়ে গিয়েছে রবি শাস্ত্রীর সময়ও। ফলে বিরাট কোহলীর সঙ্গে তাঁর যে রসায়ন ছিল, সেটাও ভাঙতে চলেছে। শুধু তাই নয়, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরেরও মেয়াদ শেষ।
বিদায়বেলায় তিনজনকেই আগামী দিনের জন্য শুভেচ্ছা জানালেন কোহলী। বুধবার তিনটি ছবি পোস্ট করে টুইটে তিনি লিখেছেন, ‘অসাধারণ সব স্মৃতি এবং দল হিসাবে একসঙ্গে যে যাত্রার শরিক আমরা ছিলাম তার জন্য অনেক ধন্যবাদ। আপনার অবদান অসামান্য এবং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সারা জীবন মনে রাখা হবে। আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে’।
Thank you for all the memories and the amazing journey we've had as a team with you all. Your contribution has been immense and will always be remembered in Indian cricket history. Wish you the best moving forward in life. Until next time ⭐🤝 pic.twitter.com/42hx4Q7cfq
— Virat Kohli (@imVkohli) November 10, 2021
কোহলী নিজেও টি২০ ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামও দেওয়া হয়েছে তাঁকে। রবি শাস্ত্রীর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা এখনও জানা নেই। শোনা যাচ্ছে, আইপিএল-এ নবাগত আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির কোচ হতে পারেন তিনি। তারপর জুলাইতে ভারত-ইংল্যান্ড টেস্টে ধারাভাষ্য দিতে পারেন শাস্ত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy