এ ভাবেই বার বার উচ্ছ্বাস করতে দেখা গেল পাক ক্রিকেটারদের ছবি: টুইটার থেকে।
বাবর আজম (১০): ৫২ বলে অপরাজিত ৬৮।
মহম্মদ রিজওয়ান (১০): ৫৫ বলে অপরাজিত ৭৯।
ফখর জামান (-): কিছুই করতে হয়নি।
মহম্মদ হাফিজ (৫): ২ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন।
শোয়েব মালিক (-): কিছুই করতে হয়নি।
আসিফ আলি (-): কিছুই করতে হয়নি।
শাদাব খান (৬): চার ওভারে মাত্র ২২ রান। জমে যাওয়া পন্থের উইকেট।
ইমাদ ওয়াসিম (৬): দুই ওভারে মাত্র ১০ রান দেন।
হাসান আলি (৫): সূর্যকুমার, জাডেজার উইকেট নিলেও পাক বোলারদের মধ্যে সবথেকে বেশি মার খেয়েছেন। চার ওভারে দেন ৪৪।
হ্যারিস রউফ (৪): তাঁর চার ওভারে ২৫ রানের বেশি তুলতে পারেননি কোহলী, পন্থরা। তবে একটির বেশি উইকেট পাননি।
শাহিন শাহ আফ্রিদি (১০): শুরুতে জোড়া ধাক্কা। প্রথম ওভারে ফেরান রোহিতকে। পরের ওভারের প্রথম বলে ফেরান রাহুলকে। শেষ ওভারে তুলে নেন কোহলীকে। ৩১ রানে ৩ উইকেট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy