Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
T20 World Cup 2021

T20 World Cup 2021: কিছুই করতে হয়নি, পাকিস্তানের তিন জনকে নম্বরই দিতে পারল না আনন্দবাজার অনলাইন

ভারতকে উড়িয়ে দিল পাকিস্তান। বাবরদের ১১ জন কে কত নম্বর পেলেন।

এ ভাবেই বার বার উচ্ছ্বাস করতে দেখা গেল পাক ক্রিকেটারদের

এ ভাবেই বার বার উচ্ছ্বাস করতে দেখা গেল পাক ক্রিকেটারদের ছবি: টুইটার থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ০০:১২
Share: Save:

বাবর আজম (১০): ৫২ বলে অপরাজিত ৬৮।
মহম্মদ রিজওয়ান (১০): ৫৫ বলে অপরাজিত ৭৯।
ফখর জামান (-): কিছুই করতে হয়নি।
মহম্মদ হাফিজ (৫): ২ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন।
শোয়েব মালিক (-): কিছুই করতে হয়নি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আসিফ আলি (-): কিছুই করতে হয়নি।

শাদাব খান (৬): চার ওভারে মাত্র ২২ রান। জমে যাওয়া পন্থের উইকেট।

ইমাদ ওয়াসিম (৬): দুই ওভারে মাত্র ১০ রান দেন।

হাসান আলি (৫): সূর্যকুমার, জাডেজার উইকেট নিলেও পাক বোলারদের মধ্যে সবথেকে বেশি মার খেয়েছেন। চার ওভারে দেন ৪৪।

হ্যারিস রউফ (৪): তাঁর চার ওভারে ২৫ রানের বেশি তুলতে পারেননি কোহলী, পন্থরা। তবে একটির বেশি উইকেট পাননি।

শাহিন শাহ আফ্রিদি (১০): শুরুতে জোড়া ধাক্কা। প্রথম ওভারে ফেরান রোহিতকে। পরের ওভারের প্রথম বলে ফেরান রাহুলকে। শেষ ওভারে তুলে নেন কোহলীকে। ৩১ রানে ৩ উইকেট।

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2021 pakistan Babar Azam Report card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy