Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
T20 World Cup 2021

T20 World Cup 2021: ভারতের ১১ জনের মধ্যে ছ’জন পেলেন শূন্য, নম্বর দিল আনন্দবাজার অনলাইন

পাকিস্তানের কাছে গো-হারা হার ভারতের। কোহলীদের ১১ জন কে কত নম্বর পেলেন।

হতাশ করলেন ভারতীয় ক্রিকেটাররা

হতাশ করলেন ভারতীয় ক্রিকেটাররা ছবি: টুইটার থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২৩:৫৩
Share: Save:

লোকেশ রাহুল (০): আফ্রিদির গুড লেংথ বল অফ স্টাম্পের বাইরে পড়ে ভিতরে ঢুকে আসে। আড়াআড়ি খেলতে গিয়ে ৮ বলে ৩ রান করে বোল্ড।
রোহিত শর্মা (০): প্রথম বলেই আউট। ইয়র্কার লেংথের বলে এলবিডব্লিউ।
বিরাট কোহলী (৭): প্রথম ওভারে নামতে হয়। ফেরেন ১৯তম ওভারে। ৪৯ বলে ৫৭। ভারতের ইনিংসের ভিত তৈরি করে দেন।
সূর্যকুমার যাদব (১): ভয়ঙ্কর বোলিং করা আফ্রিদিকে প্রথম ছয় মেরে কিছুটা ছন্দ নষ্ট করেন। কিন্তু ৮ বলে ১১ রানের বেশি করতে পারেননি। হাসান আলির বলে কট বিহাইন্ড হন।
ঋষভ পন্থ (৫): কোহলীর সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৫৩ রান। তার মধ্যে ঋষভেরই ৩০ বলে ৩৯ রান। ২টি ছয়, ২টি চার।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রবীন্দ্র জাডেজা (৩): ১৩ বলে ১৩ রান। কোহলীর সঙ্গে জুটিতে ৪১ রান।

হার্দিক পাণ্ড্য (২): ৮ বলে ১১।

ভুবনেশ্বর কুমার (০): তিন ওভারে ২৫ রান।

মহম্মদ শামি (০): ৩.৫ ওভারে ৪৩ রান।

যশপ্রীত বুমরা (০): ৩ ওভারে ২২ রান।

বরুণ চক্রবর্তী (০): ৪ ওভারে ৩৩ রান।

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2021 Indian Cricket Virat Kohli rohit sharma Report card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy