Advertisement
২৬ সেপ্টেম্বর ২০২৪
KL Rahul

T20 World Cup 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপে নজির রাহুলের, দল হিসেবে কীর্তি ভারতেরও

শুক্রবার স্কটল্যান্ডকে ৮৫ রানে বেঁধে রাখার পরে ভারতের কাছে সব থেকে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল রান রেটের উন্নতি করা।

অর্ধশতরান করেছেন রাহুল।

অর্ধশতরান করেছেন রাহুল। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২২:৪৭
Share: Save:

শুক্রবার স্কটল্যান্ডকে ৮৫ রানে বেঁধে রাখার পরে ভারতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল রান রেটের উন্নতি করা। আফগানিস্তানের রান রেট টপকাতে গেলে ভারতকে ৪৩ বলে জিততে হত। কিন্তু ৩৯ বলেই সেই কাজ করে ফেলে ভারত। জয়ের মূল কাণ্ডারি ১৮ বলে কেএল রাহুলের ৫০ রানের ইনিংস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করলেন রাহুল। মেরেছেন তিনটি সুবিশাল ছক্কা এবং ছ’টি বাউন্ডারি। প্রথম থেকেই স্কটিশ বোলারদের উপর চড়াও হয়েছিলেন তিনি। রাহুলের রোষের হাত থেকে বাঁচতে পারেননি কেউই। ছক্কা মারতে গিয়েই আউট হন রাহুল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরান যুবরাজ সিংহের। তিনি ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন।

বলের দিক থেকে জয়ের বিচারেও তৃতীয় স্থানে উঠে এল ভারত। শুক্রবার তারা জিতেছে ৮১ বল বাকি থাকতে। এর আগে ২০১৪-এ শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়েছিল ৯০ বল বাকি থাকতে। এই বিশ্বকাপেই বাংলাদেশকে অস্ট্রেলিয়া হারায় ৮২ বল বাকি থাকতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KL Rahul Virat Kohli BCCI T20 World Cup 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE