ফাইনালের আগেই ছিটকে গেলেন কনওয়ে। ফাইল চিত্র।
বুধবার ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। পরের দিনই বড় ধাক্কা খেল তারা। হাত ভাঙায় ফাইনাল থেকে ছিটকে গেলেন দলের অন্যতম সেরা ব্যাটার ডেভন কনওয়ে। শুধু ফাইনাল নয়, ভারত সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বৃহস্পতিবার রাতের দিকে এ খবর জানিয়েছেন সাংবাদিকদের। ইংল্যান্ড ম্যাচে আউট হওয়ার পর ব্যাটে ঘুষি মেরেছিলেন তিনি। তাতে এতটাই জোর ছিল যে হাত ভেঙেছে তাঁর।
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন কনওয়ে। প্রথমেই দু’টি উইকেট হারানোর পর কনওয়ে এবং ড্যারিল মিচেলের জন্যেই ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। ৪৬ রান করে দলের জয়ে বড় ভূমিকা নেন। শোনা গিয়েছে, তাঁর ডান হাতের মেটাকারপাল ভেঙেছে।
Devon Conway is out of the final because he smashed his hand onto his bat out of frustration I'm sorry but oh my god, poor bloke #T20WorldCup pic.twitter.com/L3Z0SuqjV5
— A/S (@slicesofIife) November 11, 2021
স্টিড বলেছেন, “এরকম একটা সময়ে ছিটকে গিয়ে ও প্রচণ্ড ভেঙে পড়েছে। নিউজিল্যান্ডের হয়ে খেলতে পেরে ও নিজেকে গর্বিত মনে করে। সেখানে এই রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছিটকে গিয়ে ও প্রচণ্ড হতাশ। দূর থেকে দেখে খুব বড় চোট মনে হয়নি। কিন্তু কাছে আসতেই বোঝা যায় চোটের গুরুত্ব।”
Devon Conway has been ruled out of the @T20WorldCup Final and following tour to India with a broken right hand. Conway sustained the injury when he struck his bat immediately after being dismissed in last night’s semi-final. More Info | https://t.co/LCMOTJqmqc #T20WorldCup pic.twitter.com/JIm9o6Rhxe
— BLACKCAPS (@BLACKCAPS) November 11, 2021
নিউজিল্যান্ডের হয়ে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন কনওয়ে। তিনি না থাকায় টিম সিফার্ট বা গ্লেন ফিলিপসকে সেই দায়িত্ব নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy