আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত খেলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেন খেলেন না সুনীল নারাইন? তিনি নিজেই খেলতে চান না? না কি পিছনে অন্য কোনও কারণ রয়েছে? এই বিতর্কে অবশেষে মুখ খুললেন ডান হাতি স্পিনার।
২০১৯ সালের অগস্ট মাসের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি নারাইনকে। কারণ হিসাবে পরোক্ষে ক্রিকেট বোর্ড ও ম্যানেজমেন্টকে দায়ী করেছেন তিনি। নারাইন বলেন, ‘‘খেলার পিছনে অনেক কিছু হচ্ছে। আমি সে সবের মধ্যে ঢুকতে চাই না। সবাই নিজের দেশের হয়ে খেলতে চায়। আমিও চাই। খেলতে চেয়েও খেলতে না পারার কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি।’’
যখনই সুযোগ পাবেন তখনই ফের দলের হয়ে খেলবেন বলে জানিয়েছেন নারাইন। তিনি বলেছেন, ‘‘আশা করছি ভবিষ্যতে আবার দেশের জার্সি পরব। যখনই সুযোগ পাব, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলব। দেশের হয়ে খেলতে সব সময় মুখিয়ে আছি।’’
আরও পড়ুন:
আইপিএলের ছবিটা আলাদা। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন নারাইন। তার পর থেকে অন্য দলে যাননি। এমনকি, বোলিং অ্যাকশনের জন্য এক মরসুম নির্বাসিত হলেও তাঁকে ধরে রেখেছিল কেকেআর। কলকাতার হয়ে ১৪৮টি ম্যাচে ১৫২টি উইকেট নিয়েছেন। দলের হয়ে ব্যাট হাতেও কার্যকর ভূমিকা নিয়েছেন নারাইন। করেছেন ১০২৫ রান।
আইপিএলে এই সাফল্যের জন্য কলকাতার ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিয়েছেন নারাইন। তিনি বলেছেন, ‘‘কলকাতা আমার উপর ভরসা দেখিয়েছে। আমার খারাপ সময়ে পাশে থেকেছে। গৌতম গম্ভীর থেকে দীনেশ কার্তিক বা শ্রেয়স আয়ার, সবাই আমাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য মনে করেছে। তাই সেই দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। যত দিন আইপিএল খেলব, কলকাতার হয়েই খেলব।’’