পিছিয়ে গেল ম্যাচ ফাইল চিত্র
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা নির্ধারিত সময়ের থেকে ২ ঘণ্টা পরে শুরু হবে। অর্থাৎ, সোমবার রাত ৮টার পরিবর্তে রাত ১০টায় শুরু হবে খেলা। সন্ধ্যা ৬টা নাগাদ এ কথা জানাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু ঘটনার জন্য ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হতে দেরি হবে। ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে ক্রিকেটারদের মালপত্র আসতে দেরি হয়েছে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।’
*CWI STATEMENT* Delayed start time for 2nd Goldmedal T20I Cup match, powered by Kent Water Purifiers | New Start Time: 12:30PM AST (11:30am Jamaica/10pm India)https://t.co/q1J5FBdZAh https://t.co/dy59uajSr8
— Windies Cricket (@windiescricket) August 1, 2022
ভারত না ওয়েস্ট ইন্ডিজ, কোন দলের ক্রিকেটারদের মালপত্র আসতে দেরি হয়েছে সে কথা অবশ্য জানায়নি সে দেশের ক্রিকেট বোর্ড।
দু’দলের মধ্যে প্রথম খেলায় জিতেছে ভারত। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজকে ৬৮ রানে হারিয়েছেন রোহিত শর্মারা। সিরিজের আরও চার ম্যাচ বাকি। প্রথম ম্যাচে হারলেও সিরিজে ফেরা নিয়ে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পুরান। অন্য দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচকে প্রস্তুতি হিসাবে দেখছেন রোহিতরা। জয় ছাড়া অন্য কিছু দেখছে না ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy