বিরাট কোহলি। —ফাইল চিত্র
এক দিনের ক্রিকেটে নিজের ৪৮তম শতরান করে ফেলেছেন বিরাট কোহলি। বিশ্বকাপেই কি সচিন তেন্ডুলকরের ৪৯টি শতরানের রেকর্ড ভেঙে দেবেন বিরাট! নাকি আরও অপেক্ষা করতে হবে তাঁকে! সুনীল গাওস্করের মতে, বিশ্বকাপেই শতরানের রেকর্ড গড়বেন বিরাট। এমনকি, কোন ম্যাচে তিনি ৫০তম শতরান করবেন সেটিও জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় এই বিষয়ে মুখ খোলেন গাওস্কর। তিনি বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নিজের ৫০তম শতরান করবে বিরাট। কারণ, সে দিনই (৫ নভেম্বর) বিরাটের জন্মদিন। তাই এর থেকে ভাল মঞ্চ হতে পারে না। ইডেনের দর্শকের সামনে এই শতরানের আনন্দও অনেক বেশি।’’
গাওস্করের মতে, ইডেনের পিচ বিরাটের ব্যাটিংয়ের পক্ষে আদর্শ। তাই সেখানেই শতরান করবেন ভারতীয় ক্রিকেটার। গাওস্কর বলেন, ‘‘ইডেনের যা পিচ তা বিরাটের ব্যাটিংয়ের পক্ষে আদর্শ। ওখানে ভাল শট খেললে বাউন্ডারি পেতে সমস্যা হয় না। প্রত্যেক ক্রিকেটারের জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দেয় ইডেনের গ্যালারি। তাই এত বড় একটা রেকর্ড ওখানে হওয়া উচিত। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শতরান করলে বিরাটের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে।’’
এখন বিরাটের শতরানের সংখ্যা ৪৮টি। অর্থাৎ, ইডেনের ম্যাচের আগে আরও একটি শতরান করতে হবে তাঁকে। সেই শতরান কোন ম্যাচে হবে সেটিও বলে দিয়েছেন গাওস্কর। তিনি বলেন, ‘‘ইডেনে নামার আগে আরও দুটো ম্যাচ খেলবে বিরাট। একটা ইংল্যান্ড ও একটা শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই দুটো ম্যাচের মধ্যে একটাতে ৪৯তম শতরান করবে বিরাট। তবে ৫০ হবে কলকাতাতেই।’’
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেই নিজের ৪৯তম শতরান করতে পারবেন বিরাট। ছুঁয়ে ফেলতে পারতেন সচিনকে। কিন্তু ৯৫ রানের মাথায় ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান তিনি। যদিও তাতে কোনও সমস্যা হবে না বলেই মনে করেন গাওস্কর। তাঁর মতে, বিশ্বকাপের গ্রুপ পর্বেই ৫০টি শতরান করে ফেলবেন বিরাট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy