Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Rahul Dravid

Rahul Dravid: রাহুল দ্রাবিড়ের থেকে কী কী পেতে চলেছে ভারতীয় দল? জানালেন গাওস্কর

টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা চলাকালীন পরবর্তী কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় দলের কোচ হিসেবে দু’বছরের দায়িত্ব পেলেন দ্রাবিড়।

ভারতীয় দলের কোচ হিসেবে দু’বছরের দায়িত্ব পেলেন দ্রাবিড়। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১৭:১৯
Share: Save:

টেস্ট ক্রিকেটে বিরাট অভিজ্ঞতা। দীর্ঘ দিন ভারতীয় দলের হয়ে খেলা। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছরের অভিজ্ঞতা। বিরাট কোহলীদের নতুন কোচ রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে এগুলি। সেই সঙ্গে যোগ হয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকার সময় ভারতের ভবিষ্যৎ যুগকে চেনার অভিজ্ঞতা। সুনীল গাওস্করের মতে দ্রাবিড়ের এই বিরাট অভিজ্ঞতাই ভারতীয় দলের সম্পদ হয়ে উঠবে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে গাওস্কর বলেন, “ভারতীয় দল অনেক অনেক দূর এগিয়ে যাবে। দ্রাবিড়ের অভিজ্ঞতা প্রচুর। নিজে খেলার সময় ওর খেলায় যে শৃঙ্খলা ছিল, সেটাই এ বার দেখা যেতে পারে ভারতীয় দলে। যে কোনও পরিকল্পনার পিছনে গভীর চিন্তা থাকবে। ম্যাচ চলাকালীন কিছু তাৎক্ষনিক সিদ্ধান্ত নিতে হয়, তার জন্য সঠিক পরিকল্পনা তৈরি রাখা জরুরি।”

টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা চলাকালীন পরবর্তী কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। রশিদ খানদের বিরুদ্ধে ৬৬ রানে জিতলেও পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। এ বারের বিশ্বকাপে বাকি আর দুটো ম্যাচ।

প্রতিযোগিতা শেষ হওয়ার আগে নতুন কোচ ঘোষণা করে দেওয়ার পক্ষে গাওস্কর। তিনি বলেন, “এই প্রতিযোগিতার পরেই নতুন কোচ প্রয়োজন ভারতের। তাই দু’টি ম্যাচ বাকি থাকতেই কোচের নাম ঘোষণা করে দেওয়া খুব ভাল সিদ্ধান্ত। এই প্রতিযোগিতা শেষ হওয়া অবধি নিজেকে গুছিয়ে নেওয়ার সময় পাবে দ্রাবিড়। এখনও দু’টি ম্যাচ বাকি, এই সময়ের মধ্যে ভারতীয় দলের জন্য কী প্রয়োজন সেটা ভেবে নিতে পারবে ও।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE