ধনঞ্জয়ের অদ্ভুত আউট। ফাইল ছবি
হিট উইকেটে আউট হওয়া আধুনিক ক্রিকেটে নতুন কোনও ঘটনা নয়। রবিবারই নিউজিল্যান্ড ম্যাচে হর্ষল পটেল এ ভাবে আউট হয়েছেন। পরের দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে হিট উইকেট হলেন শ্রীলঙ্কার ব্যাটার ধনঞ্জয় ডি’সিলভা। তবে তাঁর আউট হওয়ার ধরন দেখে হেসে কুটিপাটি দর্শকরা। ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
শ্রীলঙ্কার ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। প্রথম দিন ভাল খেলার পর দ্বিতীয় দিনেও শুরুটা ভালই করেছিলেন। কিন্তু ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েলের বলে অদ্ভুত ভাবে আউট হন তিনি। গ্যাব্রিয়েলের বল ডিফেন্ড করতে গিয়েছিলেন। বল পিচে পড়ে লাফিয়ে উঠে উইকেটের উপর পড়তে যাচ্ছিল। প্লেড-অন আটকাতে ব্যাট দিয়ে বল সরাতে যান ধনঞ্জয়। প্রথম বার সফল হননি। দ্বিতীয় বার বল সরাতে গিয়ে সজোরে মেরে উইকেটই ভেঙে দেন। ফলে সাজঘরে ফিরতেই হয় তাঁকে।
Here's the moment Dhananjaya de Silva becomes the second Sri Lankan to hit his own wickets twice in Test cricket. #SLvWI pic.twitter.com/DyGShkaByE
— 🏏FlashScore Cricket Commentators (@FlashCric) November 22, 2021
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩৮৬ তুলেছে তারা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১১৩ তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলো-অন বাঁচাতে গেলে এখনও তাদের ৭৪ রান দরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy