অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় হারের পর ক্রিকেটারদের উপর কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও মন গলল না ভারতীয় ক্রিকেট বোর্ডের। নতুন ফতোয়া জারি করা হয়েছে। ভারত এ দলের হয়েও খেলতে হবে সিনিয়র ক্রিকেটারদের। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজ়। ৪৫ দিনের সফরে ইংল্যান্ড যাবে ভারতীয় দল। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের আগে দু’টি ম্যাচ খেলবে ভারত এ এবং ইংল্যান্ড লায়ন্স। ৩০ মে প্রথম ম্যাচ। সেন্ট লরেন্সে হবে সেই ম্যাচ। ৬ জুন দ্বিতীয় ম্যাচ হবে নর্দাম্পটনে।
আইপিএলের পর বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে ভারত এ দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। নির্বাচকদের কাছে অনেকটা সময় রয়েছে দল ঘোষণা করার জন্য। করুণ নায়ারকে দলে নেওয়া হতে পারে বলে শোনা গিয়েছে। ২০২৪-২৫ সালের ঘরোয়া মরসুমে ধারাবাহিক ভাবে রান করেছেন তিনি। রঞ্জি ট্রফিতে ন’ম্যাচে ৮৬৩ রান করেছিলেন তিনি। চারটি শতরান করেছিলেন। সেই নায়ারকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এ দলে সুযোগ দেওয়া হতে পারে।
আরও পড়ুন:
সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, দল ঘোষণা করার জন্য এখন অনেকটা সময় পাওয়া যাবে। আইপিএলের নক আউট পর্বের সময় দল নির্বাচন করা হতে পারে। সেই সময় বোঝা যাবে কোন কোন ক্রিকেটারকে পাওয়া যাবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। রান পাননি তিনি। শেষ ম্যাচে বসেও যান। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে যদিও তিনিই নেতৃত্ব দেবেন দলকে। চিন্তা থাকবে জসপ্রীত বুমরাহকে নিয়ে। তিনি ওই সময়ের আগে সুস্থ হচ্ছেন কি না তা দেখে নিতে পারবেন নির্বাচকেরা। যদিও আইপিএলে বুমরাহ খেলবেন বলে জানা গিয়েছে। প্রথম কয়েকটি ম্যাচে নেই তিনি।