মঙ্গলবার আইপিএলে মুখোমুখি হয় গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংস। অহমদাবাদের ম্যাচে জেতে পঞ্জাব। তবে তাঁদের ব্যাটিং চলাকালীন একটি ঘটনাকে ঘিরে হঠাৎই আলোচনায় চলে আসেন পাকিস্তানের দুই ক্রিকেটার শোয়েব মালিক এবং সইদ আজমল। সৌজন্যে একটি ক্যাচ মিস।
ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ইনিংস চলাকালীন। দ্বিতীয় ওভারে কাগিসো রাবাডার বলে ক্যাচ তুলেছিলেন প্রিয়াংশ আর্য। বল আকাশে ওঠামাত্র গুজরাতের দুই ক্রিকেটার আর্শাদ খান এবং রশিদ খান দৌড়তে থাকেন। মিড-অন থেকে দৌড়ে আসা রশিদ বলটি ছেড়ে দেন আর্শাদের জন্য। এ দিকে আর্শাদ ভেবেছিলেন রশিদ ক্যাচ নেবেন। দু’জনের মধ্যে কোনও কথাবার্তাই হয়নি। ফলে বল নিরাপদে মাটিতে পড়ে। কেউই ক্যাচ ধরতে পারেননি।
সহজ ক্যাচ পড়ার পর রেগে যান রশিদ। মাঠেই হতাশা প্রকাশ করেন তিনি। ক্যাচ ফস্কানোর মূল্য চোকাতে হয় গুজরাতকে। প্রিয়াংশের ৬ রানের মাথায় ক্যাচটি পড়েছিল। শেষ পর্যন্ত তিনি ২৩ বলে ৪৭ করে যান।
আরও পড়ুন:
এই একই ঘটনা ঘটেছিল পাকিস্তানের ক্ষেত্রে ১৭ বছর আগে। আবু ধাবিতে ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলছিল পাকিস্তান। সে দিন ক্রিস গেলের একটি ক্যাচ ধরতে গিয়ে এ ভাবেই বোঝাপড়ার অভাব দেখা গিয়েছিল শোয়েব এবং আজমলের মধ্যে।
তবে সে বার শোয়েব নিজে ক্যাচ ধরার জন্য আওয়াজ দিয়েছিলেন। আজমল তা শুনে পিছিয়ে যান। শোয়েবও ইতস্তত করতে গিয়ে ক্যাচটি ধরেননি। জীবন পেয়েছিলেন গেল।