নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শুভমন গিলের খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। বুধবার দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। বৃহস্পতিবার আবার একা অনুশীলন করেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। ভারতীয় দল সূত্রে খবর, শুভমন সম্পূর্ণ ফিট।
বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইালে জায়গা করে নিয়েছে ভারত। রবিবার নিউ জ়িল্যান্ডকে হারাতে পারলে গ্রুপের এক নম্বর দল হিসাবে সেমিফাইনাল খেলার সুযোগ পাবেন রোহিত শর্মারা। হারলেও খেলতে হবে দ্বিতীয় দল হিসাবে। তাই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কয়েক জনকে বিশ্রাম দিতে পারেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সেই তালিকায় শুভমন থাকবেন বলে জল্পনা তৈরি হয়েছিল। কারণ বুধবার অনুশীলন না করায় শুভমনের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও ভারতীয় দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার ভারতীয় দলের অনুশীলন ছিল না। ক্রিকেটারেরার সকলেই বিশ্রাম নিয়েছেন। নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। ব্যতিক্রম ছিলেন শুভমন। কয়েক জন সাপোর্ট স্টাফ এবং থ্রো ডাউন বিশেষজ্ঞকে নিয়ে দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠে প্রায় দু’ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। অনুশীলনের সম তাঁর মধ্যে কোনও জড়তা দেখা যায়নি। রবিবার তাঁর খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই বলে জানা গিয়েছে ভারতীয় দল সূত্রে।
শুভমন শুধু খেলবেন, তাই নয়। রবিবারের ম্যাচে নেতৃত্বও দিতে পারেন। রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ে সমস্যা রয়েছে। সেমিফাইনালের আগে তাঁকে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে ভারতীয় শিবিরে। তেমন হলে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমনই।