Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Shreyas Iyer

কেকেআর ছেড়েই ফর্মে শ্রেয়স, ৯ বছর পর রঞ্জি ট্রফিতে দ্বিশতরান, বার্তা দিলেন নির্বাচকদের

আইপিএল নিলামের আগে কেকেআর ছাড়ার পরেই রঞ্জি ট্রফিতে ফর্মে ফিরলেন শ্রেয়স আয়ার। আগের ম্যাচে শতরান করার পর এ বার দ্বিশতরান এল তাঁর ব্যাট থেকে।

cricket

রঞ্জি ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে দ্বিশতরানের পর শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৬:১৭
Share: Save:

বুধবারই শতরান করেছিলেন। বৃহস্পতিবার তা পরিণত করলেন দ্বিশতরানে। আইপিএল নিলামের আগে কেকেআর ছাড়ার পরেই রঞ্জি ট্রফিতে ফর্মে ফিরলেন শ্রেয়স আয়ার। আগের ম্যাচে শতরান করার পর এ বার দ্বিশতরান এল তাঁর ব্যাট থেকে। ৯ বছর পর রঞ্জি ট্রফিতে দ্বিশতরান করলেন। একই সঙ্গে বার্তা দিলেন নির্বাচকদের। জাতীয় দলে হারানো জায়গা ফিরে পেতে মরিয়া তিনি।

রঞ্জির দ্বিতীয় রাউন্ডে মহারাষ্ট্রের বিরুদ্ধে শতরান করেছিলেন শ্রেয়স। তিন বছর, ৩৮ ইনিংস এবং বেশ কিছু অস্ত্রোপচারের পর ঘরোয়া ক্রিকেটে শতরান করেছিলেন। তার পর একটি ম্যাচ বিশ্রাম নিয়েছিলেন। ফিরেও ফর্ম হারাননি।

প্রথম দিন ১০১ রানে অপরাজিত ছিলেন শ্রেয়স। মেরেছিলেন ১৮টি চার এবং চারটি ছয়। দ্বিতীয় দিন শ্রেয়স দ্রুত রান করছিলেন। উল্টো দিকে থাকা সিদ্ধেশ লাড ধীরে খেলে শ্রেয়সকে বেশি বল খেলার সুযোগ করে দিচ্ছিলেন। তিনিও শতরান করেছেন।

রঞ্জি ট্রফিতে শেষ বার ২০১৫-র অক্টোবরে দ্বিশতরান করেছিলেন শ্রেয়স। প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ শতরান ২০১৭-১৮ সালে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে।

এ বছরের ফেব্রুয়ারিতে শেষ বার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন শ্রেয়স। কিন্তু অস্ত্রোপচারের পর আবার পিঠে ব্যথা হওয়ায় বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। তার পর আর জাতীয় দলে ফিরতে পারেননি। গত অক্টোবরে বলেছিলেন, “জাতীয় দলে ফিরতে চাই। তবে নিজের হাতে যেটা রয়েছে সেটার উপরেই নিয়ন্ত্রণ রয়েছে। আমি শুধু ভাল খেলতে চাই। যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাই।”

অন্য বিষয়গুলি:

Shreyas Iyer Ranji Trophy BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE