ভারতের টি-টোয়েন্টি দল। — ফাইল চিত্র।
মাস কয়েক আগে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই ম্যাচের শেষ মুহূর্তে সূর্যকুমার যাদবের ক্যাচের কথা এখনও ভোলা যায়নি। সেই সূর্যকুমারের নেতৃত্বেই শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকায় চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচটি হবে ডারবানে। এই সিরিজ়ে ভারতীয় খেলোয়াড়দের সামনে একাধিক নজির ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে। সেগুলি কী কী?
১) ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন সূর্য। রোহিত শর্মা প্রোটিয়াদের বিরুদ্ধে ১৮টি ম্যাচে ৪২৯ রান করেছেন। সূর্যের এখন সাত ম্যাচে ৩৪৬ রান রয়েছে। রোহিতের নজির ভাঙার জন্য সূর্যের দরকার আর ৮৪ রান।
২) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন জনি বেয়ারস্টো। ১৬টি ম্যাচে ৫০১ রান রয়েছে। সূর্য আর ১৫৬ রান করতে পারলে সেই নজিরও ভেঙে দিতে পারেন।
৩) টি-টোয়েন্টিতে অভিষেকের পর ৭৪টি ম্যাচে ১৪৪টি ছয় মেরেছেন সূর্য। সিরিজ়ে তিনি ছ’টি ছয় মারতে পারলেই বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে ১৫০ ছয়ের অধিকারী হবেন। এই কৃতিত্ব রয়েছে রোহিত শর্মা (২০৫) এবং মার্টিন গাপ্টিলের (১৭৩)।
৪) টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারেন আরশদীপ সিংহ এবং হার্দিক পাণ্ড্য। দু’জনেরই ৮৭টি করে উইকেট রয়েছে। দু’জনেই এই সিরিজ়ে খেলবেন। দু’জনেই ১০টি করে উইকেট পেলে যুজবেন্দ্র চহালের ৯৬ উইকেটের নজির ভেঙে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন। ভারতের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ১০০টি উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করতে পারেন।
৫) জোরে বোলার হিসাবে বিশ্বের দ্রুততম বোলার হিসাবে ১০০ উইকেট নিতে পারেন আরশদীপ। ৫৬টি ম্যাচে ৮৭টি উইকেট রয়েছে তাঁর। চার ম্যাচে ১৩টি উইকেট চাই। দ্রুততম ১০০ উইকেট রয়েছে পাকিস্তানের হ্যারিস রউফের (৭১টি ম্যাচে)।
৬) দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করার সুযোগ ডেভিড মিলারের কাছে। তাঁর দরকার ১৮৯ রান। সবচেয়ে বেশি রান রয়েছে কুইন্টন ডি’ককের (২৫৮৪)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy