শতরান শ্রেয়স আয়ারের। ছবি: এএফপি
টেস্ট ক্রিকেটে অভিষেকে শতরান হয়ে গেল শ্রেয়স আয়ারের। বিশ্বের ১১০তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ভারতের ১৬তম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন শ্রেয়স।
ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব আছে শিখর ধবন, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বি শ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, মহম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিংহ, বীরেন্দ্র সহবাগ, প্রবীণ আমরে এবং এজি কৃপাল সিংহের।
ভারতের হয়ে প্রথম এই নজির গড়েন লালা অমরনাথ। ১৯৩৩ সালে মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন তিনি। অভিষেক টেস্টে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রানের রেকর্ড ধবনের দখলে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ১৮৭ রান করেন তিনি। শ্রেয়সের আগে ভারতের হয়ে শেষ বার এই কৃতিত্ব অর্জন করেছিলেন পৃথ্বী। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিলেন তিনি। অর্থাৎ তিন বছর পরে ভারতীয় ক্রিকেটে ফের অভিষেক টেস্টে শতরানের নজির স্থাপিত হল শ্রেয়সের হাত ধরে।
A magnificent innings under pressure from #ShreyasIyer . Showed great maturity, composure and class and becomes the 16th Indian to Score Century on Test Debut. Well Played @ShreyasIyer15 . Many more to come ! pic.twitter.com/UAu27wcWTH
— VVS Laxman (@VVSLaxman281) November 26, 2021
💯 on debut 👏 that to came at the difficult stage #ShreyasIyer
— Irfan Pathan (@IrfanPathan) November 26, 2021
A special moment for @ShreyasIyer15 💯
— BCCI (@BCCI) November 26, 2021
Live - https://t.co/9kh8Df6cv9 #INDvNZ @Paytm pic.twitter.com/HA7yJiB1Hg
রানের হিসেবে ভারতীয়দের মধ্যে ধবনের পরে রয়েছেন রোহিত (১৭৭), বিশ্বনাথ (১৩৭), পৃথ্বী (১৩৪), সৌরভ (১৩১), সুরিন্দর অমরনাথ (১২৪), রায়না (১২০), লালা অমরনাথ (১১৮), বেগ (১১২), আজহার (১১০), শোধন (১১০), হনুমন্ত (১০৫), সহবাগ (১০৫), আমরে (১০৩), কৃপাল (১০০)।
আজহারের প্রথম তিনটি টেস্টে শতরানের নজির রয়েছে। সৌরভ প্রথম দু’টি টেস্টে শতরান করে আজহারের কাছাকাছি পৌঁছেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy