Advertisement
৩১ অক্টোবর ২০২৪
Shakib Al Hasan

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ে খেলার সম্ভাবনা শাকিবের, ইঙ্গিত বোর্ড সভাপতির

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ খেলে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও পারেননি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ে খেলতে পারেন শাকিব। এমনই বললেন বোর্ডের সভাপতি ফারুখ আহমেদ।

cricket

শাকিব আল হাসান। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১১:২৩
Share: Save:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ খেলে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও পারেননি। নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় বাংলাদেশে ফেরেননি শাকিব আল হাসান। তবে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ে খেলতে পারেন শাকিব। এমনই বললেন বোর্ডের সভাপতি ফারুখ আহমেদ।

বোর্ডের একটি সভার পর ফারুখ বলেছেন, “আফগানিস্তান সিরিজ়ের দল তো এখনও ঘোষণা হয়নি। মনে হয় শাকিবকে পাওয়া যাবে।” এর থেকে বেশি কিছু বলতে চাননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ়‌ হবে আমিরশাহিতে। ৬ নভেম্বর সিরিজ় শুরু।

তবে শাকিবের দেশে ফেরা নিয়ে এখনও নিশ্চয়তা দিতে পারছেন না বোর্ড সভাপতি। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে শাকিবের না খেলার পিছনে বোর্ডের কোনও হাত নেই বলে জানিয়েছেন তিনি।

ফারুখের কথায়, “শাকিব দেশের মাটিতে খেলে অবসর নিতে চেয়েছিল ঠিকই। কিন্তু ওর না খেলার সঙ্গে বোর্ডের কোনও সম্পর্ক নেই। আইনরক্ষাকারী, সরকার এবং শাকিব নিজে এর সঙ্গে জড়িত। আমরা বড়জোর পাশে দাঁড়াতে পারতাম। ব্যক্তিগত ভাবে, শাকিব যাতে দেশের মাটিতে অবসর নিতে পারে তার জন্য সেরা চেষ্টা করেছিলাম।”

ফারুখের সংযোজন, “শাকিব শুধু একজন ক্রিকেটার নয়, আগের সরকারের সাংসদও ছিল। তাই কিছু আবেগ তো রয়েছেই। আমাদের সরকার এবং ক্রিকেট বোর্ডের ভাবনা একই রকম ছিল না। প্রাক্তন ক্রিকেটার হিসাবে শাকিবকে আমি গত ১৭ বছর খেলতে দেখেছি। ও খেলাটার দূত। বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। দেশের মাটিতে অবসর নিতে পারলে ভালই হত।”

অন্য বিষয়গুলি:

Shakib Al Hasan Bangladesh Cricket BCB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE